কমলগঞ্জ উপজেলা

কমলগঞ্জে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে কমলগঞ্জ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষকবৃন্দের সাথে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২নভেম্বর) বিকাল ৪টায় উপজেলার মণিপুরী কালচারাল কমপ্লেক্সে মণিপুরী প্রাথমিক শিক্ষক সমিতি এ সভার আয়োজন করে। উপজেলা শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক শান্ত কুমার সিংহের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আব্দুল হাকিম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব শশী কুমার সিংহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ খোরশেদ আলম, মহাপরিচালক দপ্তরের শিক্ষা অফিসার মোঃ শরীফ উল ইসলাম প্রমুখ। সভায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষার মান উন্নয়নের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন।  এছাড়া সভায় শিক্ষকদের পদোন্নতি, গ্রেড বৈষম্য ও প্রাথমিক স্তরে মাতৃভাষার প্রচলন ইত্যাদি সমস্যা তুলে ধরা হয় এবং প্রধান অতিথি তা লিপিবদ্ধ করেন।

সভা শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close