সিদ্ধিরগঞ্জ
সিদ্ধিরগঞ্জে সাংবাদিক দিপুর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জে বিশেষ একটি কুচক্রী মহলের হীন স্বার্থ চরিতার্থের উদ্দেশ্যে টার্গেটের স্বীকার হচ্ছেন বলে দাবি করেছেন জাতীয় সাপ্তাহিক ক্রাইম ডায়রি পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক দিপু। পেশাগত ও জনপ্রিয়তার ভাবমূর্তি সংকটে ফেলতে এবং ব্যবসায়িক সামাজিক মর্যাদা ক্ষুন্ন করতে এমন মানহানিকর ও অসত্য অভিযোগ তুলে ধরে মিথ্যা সংবাদ প্রকাশ করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তিনি বলেন, আমি যেহেতু একজন শিক্ষানবীশ আইনজীবী সেহেতু শিক্ষানবীশই পরিচয় দেই এবং আমার গ্রাজুয়েশন সম্পন্ন করে সাংবাদিক হিসেবে জাতীয় সাপ্তাহিক ক্রাইম ডায়রি পত্রিকার সাথে জড়িত রয়েছি। আমাকে কুচক্রী মহলটি রাজনৈতিক নেতা বানানোর চেষ্টা করে যাচ্ছে। আমার সাথে বিভিন্ন রাজনৈতিক নেতার ছবি জুড়ে দিচ্ছেন। সাংবাদিকতার খাতিরে অনেক সময় অনেক রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে ওঠাবসা করতে হয়। বিভিন্ন সময় ছবি তুলতে হয়। এডিট করা কিছু ছবি নিয়ে একটি চক্র আমার বিরুদ্ধে মিথ্যা অপ-প্রচার চালাচ্ছে এবং আমাকে রাজনৈতিক নেতা বানাতে চাচ্ছে। সিদ্ধিরগঞ্জে মৎসবীজী লীগের মূল পূর্ণাঙ্গ কমিটি থাকতে আবার ভারপ্রাপ্ত আসে কিভাবে? এখানে কে কাকে ভারপ্রাপ্তের দায়িত্ব দিলো? মৎসজীবী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলে যে দাবি করে তার কোন লিখিত বা স্বাক্ষরিত দলীয় কোন নেতার ডকুমেন্ট দেখাতে পারবে কি? যারা আমার বিরুদ্ধে উদ্দেশ্যে প্রণোদিত হয়ে এসব অপ-প্রচার চালাচ্ছে তারা যেন পূর্ণাঙ্গ কমিটির নামগুলো দেখে নেয়। তাহলেই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। আমার বাবার থেকে আমি পৈত্রিক সূত্রে পাওয়া ৭ শতাংশ জমির মালিক। এর বাইরে আমার কোন সম্পত্তি নাই। আজকাল ডিজিটাল যুগে সবকিছুই বের করা সম্ভব। অনলাইনে সার্চ দিয়ে দেখতে পারেন ৭ শতাংশ জমি ব্যতীত আমার আর কোন সম্পত্তি রয়েছে কিনা। আমি একজন সাংবাদিক ও সাধারণ ব্যবসায়ী। কোটি কোটি টাকার সম্পদের মালিক আমি নই। প্রয়োজনে যে কেউ তদন্ত করে দেখতে পারেন।
আমার সাথে দ্বন্দ্বের মূল বিষয় হলো- জনৈক ব্যক্তি তিন লাখ টাকা মুরগী আলামিনের কাছে সুদে টাকা লাগানোর পর ঐ মুরগী আলামিন আরও বিভিন্ন জনের থেকে টাকা পয়সা নিয়ে দোকান ছেড়ে পলাতক হয় এবং পলাতক হওয়ায় দোকান মালিক পক্ষের কাছে অর্থাৎ আমার কাছে ঐ জনৈক ব্যক্তি সুদে লাগানো ঐ ৩লাখ টাকা দাবি করে। কিন্তু ঐ দোকান মালিক সুদের লাগানো টাকা পাবেন মুরগী আলামিনের কাছে এবং টাকা লেনদেন বিষয়ে কিছুই জানান নাই আমাকে এখন ঐ টাকা আমার কাছে দাবি করাটা অন্যায় আবদার বলে আমি তাকে সাফ জানিয়ে দেই। এতে ঐ জনৈক ব্যক্তি আমার প্রতি ক্ষিপ্ত হয়ে আমাকে দেখে নেয়ার হুমকি দেন এবং বিভিন্নভাবে আমাকে হেনস্তা করার উদ্দেশ্যে অপ-প্রচার চালিয়ে যাচ্ছেন। এদিকে মুরগী আলামিন পলাতক থাকায় এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা রয়েছে।