শ্রীমঙ্গল উপজেলা

শ্রীমঙ্গল উপজেলা শহরে ১ দিনে কুকুরের কামড়ে আহত ৩৩ জন

অন্তর মিয়া, শ্রীমঙ্গল উপজেলা প্রতিনিধি:

মৌলভীবাজার শ্রীমঙ্গল উপজেলায় বেওয়ারিশ কুকুরের উৎপাত আবারও বৃদ্ধি পেয়েছে। ২ মাস যেতে না যেতেই আবারও বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশু, মহিলা, যুবক, ও বৃদ্ধসহ আহত হয়েছেন ৩৩ জন। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় চার জনকে মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে রেফার করা হয়েছে।
২৬ জুন সকাল থেকে আজ রাত ৮ ঘঠিকা পর্যন্ত ১ দিনে পৌরশহর ও বিভিন্ন ইউনিয়নে কুকুরের কামড়ে ৩১ জন আহত হয়।
আহতরা জানিয়েছেন, রাস্তা দিয়ে হাঁটার সময় হঠাৎ লাল,কালো রঙের কুকুর তাদের শরীরের বিভিন্ন অংশে কামড় দেয়। কামড় দেওয়া কুকুরের মুখ দিয়ে লালা ঝরতে দেখা গিয়েছে।
এদিকে কুকুরের কামড় বৃদ্ধির খবরে, ২ নং ওয়ার্ড কাউন্সিলর,আব্দুর জব্বার আজাদ ও মহিলা ওয়ার্ড কাউন্সিলর, তানিয়া আক্তার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খোজ নেন ও গভীর শোক প্রকাশ করেন।

কুকুরে কামড় আক্রান্ত ব্যক্তি বিল্লাল আহমেদ জানান, আজ সন্ধ্যার দিকে কাজ শেষে বাড়ি ফেরার পথে শাহজীবাজার রোডে একটি দোকানে সামনে দাড়ালে কোনো কিছু বুঝে ওঠার আগেই কুকুর দৌড়ে এসে পায়ে কামড় দেয় এবং পালিয়ে যায়।
শ্রীমঙ্গল উপজেলা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী ও জরুরি বিভাগে উপসহকারী মেডিকেল অফিসার আব্দুর রব জানান কুকুরের কামড়ে আহত ৩২ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। হাসপাতাল থেকে তাদের চিকিৎসা ও ভ্যাকসিন দেওয়া হয়েছে।বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্ক রোধে প্রতিষেধক টিকা দেওয়ার বিষয়ে, শ্রীমঙ্গল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কর্ণ চন্দ্র মল্লিক জানান, প্রতিষেধক টিকা স্বল্প বরাদ্দ আছে। আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং আগামীকাল মাইকিং করে সবাইকে জানিয়ে দেওয়া হবে।আগামী শনিবার জাতীয় জলাতঙ্ক দিবস পালন করা হবে এ বিষয়ে কার্যকরী পদক্ষেপ গুলোও নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close