কিশোরগঞ্জ
কিশোরগঞ্জে আল-আজহারের পুরষ্কার বিতরণ অনুষ্ঠান
স্টাফ রিপোর্টার, বজ্রধ্বনি:
কিশোরগঞ্জ জেলা শহরের কলেজ ফিসারী লিংক রোডে অবস্থিত আল-আজহার মাদরাসা ও আফটার স্কুল মাকতাবের পবিত্র কুরআনের নাযেরা সবক প্রদান, অভিভাবক সম্মেলন ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান (১৪ সেপ্টেম্বর) শনিবার দুপুরে কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারী কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
আল-আজহারে প্রতিষ্ঠিতা ও পরিচালক মাওলানা অলীউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৩৩জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের নাযেরা সবক প্রদান করেন কিশোরগঞ্জ পুরাতন জজকোর্ট জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আহমাদুল্লাহ্। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন হারুয়া কুটিগির্দ্দী জামে মসজিদের খতিব মাওলানা আশরাফ আলী ও তাড়াইল দারুল কুরআন মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা এমদাদুল্লাহ।
আল-আজহার মাদরাসার সহকারী শিক্ষক হাফেজ মাওলানা খলিলুর রহমান ও নোমানের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দারুল আরকাম ইনস্টিটিউটের ফরজে আইন বিভাগের প্রধান হাফেজ মাওলানা মাজহারুল ইসলাম, মনিপুরঘাট দারুল কুরআন একাডেমির পরিচালক হাফেজ মাওলানা মতিউর রহমান, হারুয়া আল-কুরআান ইন্সটিটিউটের পরিচালক হাফেজ মাওলানা ইমরান হুসাইন, দারুল আরকাম ইনস্টিটিউট নিউটাউন শাখার পরিচালক হাফেজ মাওলানা ইকরামুল হক প্রমুখ।