সিদ্ধিরগঞ্জ

আমার রাজনৈতিক সুনাম ক্ষুণ্ণ করতেই মিথ্যে অপপ্রচার চালানো হচ্ছে : রাকিবুর রহমান সাগর

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সভাপতি রাকিবুর রহমান সাগরের বিরুদ্ধে একটি পক্ষ উদ্দেশ্যমূলক বিভ্রান্তি প্রচারে নেমেছে বলে তিনি অভিযোগ করেন। পরিচ্ছন্ন রাজনীতির মাধ্যমে মোকাবেলার সাহস হারিয়ে পক্ষটি মিথ্যা ও উদ্দেশ্যমূলক প্রোপাগান্ডা ছড়িয়ে চরিত্র হননের কাজে নেমেছে বলে অভিমত দেন তিনি। পত্রিকা অফিসে প্রেরিত এক বিবৃতিতে তিনি দাবি করে বলেন, তাকে জড়িয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা মিথ্যা বানোয়াট উদ্দেশ্য ও প্রণোদিত। কয়েকটি অনলাইন ও পত্রিকায় তাকে জড়িয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে সাগর বলেন, দীর্ঘ সতেরো বছর ক্ষমতার বাহিরে ছিলাম। আমার সাথে এগুলো কাউন্সিলর (মতির বাহিনীর সাথে আঁতাত করে ব্যবসা নিয়ন্ত্রণ) এসব যায়না। আমি তাঁর (মতির) দ্বারা অসংখ্য মামলা মোকদ্দমার হেনস্থা হয়েছি। আমার নামে একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করছে। আমি এসব ভিত্তিহীন কর্মকান্ডের সাথে জড়িত নই। তিনি আরো বলেন, সম্পূর্ণভাবে আমার দীর্ঘদিনের রাজনৈতিক ও পারিবারিক সুনামকে ব্যবসায়িক ভবিষ্যতকে নষ্ট করার জন্য উদ্দেশ্যমূলকভাবে এ সংবাদ প্রকাশ করানো হয়েছে। আমার বড় ভাই একজন বৈধ লাইসেন্সধারী ব্যবসায়ী। ইপিজেডের সরকারি সকল নিয়ম কানুন মেনে ভ্যাট ট্যাক্স পরিশোধ করে সুনামের সহিত আমরা এ ব্যবসা করে আসছি। গণ মানুষের সফল গণঅভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর একটি পক্ষ ইপিজেডসহ নানা স্তরে অস্থির পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে। কিন্তু দলের নির্দেশে এসব কুচক্রী মহলের ঘৃণ্য  ষড়যন্ত্রে আমি এবং আমার ছাত্রদলের নেতাকর্মীরা বাঁধা প্রদান করায় আমার বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে। আমি সুনামের সাথে রাজনীতি করছি বিদায় আমার সুনামকে প্রশ্নবিদ্ধ করার জন্য কারোর প্ররোচনায় এই ধরণের সংবাদ প্রচারিত হয়েছে বলে আমি মনে করি। তাই সাংবাদিক ভাইদের কে সংবাদ করার পূর্বে সংবাদের সত্যতা যাচাই করে  সংবাদ প্রকাশ করার আহ্বান জানাই। সেই সাথে উক্ত প্রকাশিত মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও জোর প্রতিবাদ জানাচ্ছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close