নারায়ণগঞ্জ

ফুলবাড়ি দিবসে গণসংহতি আন্দোলন ও ছাত্র ফেডারেশনের শ্রদ্ধাঞ্জলি নিবেদন

আজ ২৬ আগস্ট, ২০২৪ (সোমবার) বিকেল ৫টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে দিনাজপুরের ফুলবাড়ি অঞ্চলে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের প্রতিবাদে গড়ে উঠা গণআন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে গণসংহতি আন্দোলন ও বাংলাদেশ ছাত্র ফেডারেশন।

এসময় উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজন, মহানগর কমিটির নির্বাহী সমন্বয়কারী পপি রাণী সরকার, জেলার প্রচার সম্পাদক শুভ দেব, নারী সংহতি জেলার আহ্বায়ক নাজমা বেগম, বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির জেলার সম্পাদক আব্দুল আল মামুন, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি ফারহানা মানিক মুনা, সহ সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক সৃজয় সাহা সহ প্রমুখ নেতৃবৃন্দ।

সংক্ষিপ্ত সমাবেশে তরিকুল সুজন বলেন, দিনাজপুরের ফুলবাড়ীতে জমি-পরিবেশ-মানুষ রক্ষার দাবিতে ২০০৬ সালের ২৬ আগস্ট গণঅভ্যুত্থান সংঘটিত হয়। ঐ দিন সরকারি সশস্ত্র বাহিনীর গুলিতে আমিন, সালেকিন ও তরিকুল সহ মোট ছয়জন শহীদ হন। আহত হয় প্রায় দুই শতাধিক মানুষ। দেশের জাতীয় সম্পদ রক্ষার আন্দোলনে এটি একটি অনন্য দিন। দীর্ঘ সংগ্রামের পটভূমিতে সেদিন দেশের কয়লা সম্পদ, স্থানীয় জমি, জলা, জনবসতি পরিবেশ রক্ষায় লাখো মানুষের কণ্ঠে আওয়াজ ওঠে ‘উন্মুক্ত না, বিদেশি না, রপ্তানি না’। দেশের তেল, গ্যাস, কয়লাসহ সব সম্পদের ওপর জনগণের শতভাগ মালিকানা নিশ্চিত করে তা জনস্বার্থে ব্যবহার করতে হবে। বহুজাতিক কোম্পানি, দেশি-বিদেশি কমিশনভোগীদের দেশ থেকে বিতাড়িত করে জাতীয় সম্পদ রক্ষা করতে হবে।

ফারহানা মানিক মুনা বলেন, ফুলবাড়ী অভ্যুত্থানের ১৮ বছর পেরিয়ে গেলেও রক্তে লেখা চুক্তি আজও পূর্ণ বাস্তবায়ন হয়নি। এশিয়া এনার্জি নানাভাবে তার কার্যক্রম পরিচালনা করছে। উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের ষড়যন্ত্র এখনো থামেনি বরং নতুন করে ষড়যন্ত্র করছে। দেশের সমুদ্রের গ্যাস সম্পদ অসম চুক্তিতে সাম্রাজ্যবাদী বহুজাতিক কোম্পানিকে দেওয়া ও চট্টগ্রাম বন্দর বেসরকারি মালিকানায় দিয়ে লুটপাটের আয়োজন চলছিল। এসময়েও বিদেশি আধিপত্যবাদী শক্তির তৎপরতা এসব ক্ষেত্রে আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। তাই দেশের জাতীয় সম্পদ রক্ষা ও জনস্বার্থে ব্যবহার নিশ্চিত করতে ঐক্যবদ্ধ আন্দোলন অব্যাহত রাখা জরুরি হয়ে পড়েছে। নেতৃবৃন্দ, অন্তর্বর্তীকালীন সরকারকে গণদাবি বাস্তবায়নে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close