আন্তর্জাতিক
চিকিৎসা সেবায় নোবেল পেলেন দুই মার্কিন বিজ্ঞানী
এ বছর চিকিৎসা বিজ্ঞান ও মনোবিজ্ঞান ক্যাটেগরিতে নোবেল পুরস্কার পেলেন যৌথভাবে যুক্তরাষ্ট্রভিত্তিক দুই বিজ্ঞানী ডেভিড জুলিয়াস ও আরডেম পাটাপুটিয়ান। এর মধ্যে ডেভিস জুলিয়াস যুক্তরাষ্ট্রের। অন্যজন পাটাপুটিয়ান লেবাননের বংশোদ্ভূত মার্কিনি। তাপমাত্রা ও স্পর্শ ‘রিসেপ্টর’ আবিষ্কারের জন্য তাদেরকে এই পুরস্কার দেয়া হয়েছে। মানুষ কিভাবে তার স্নায়ু স্পন্দনের মাধ্যমে তাপমাত্রা এবং রক্তচাপ অনুভব করে সেই মেকানিজম আবিষ্কার করেছেন তারা। তাদের এই আবিষ্কারকে সম্মান জানানো হয়েছে এই পুরষ্কারের মাধ্যমে। পুরস্কারপ্রাপ্ত দুই বিজ্ঞানীর একজন জুলিয়াস সান ফ্রান্সিসকোতে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার একজন প্রফেসর। অন্যদিকে ক্যালিফোর্নিয়ায় লা জোলা’র স্ক্রিপস রিসার্সে অবস্থিত হাওয়ার্ড হিউস মেডিকেল ইনস্টিটিউটের একজন প্রফেসর পাটাপুটিয়ান।