সিলেট বিভাগ
কমলগঞ্জে উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভূক্তি বিষয়ক মতবিনিময় সভা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের আওতায় উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভূক্তি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৫ সেপ্টেম্বর দুপুরে উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি (বন্ধু) এর আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ওয়েব ফাউন্ডেশনের কমলগঞ্জ এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সম্পাদক সাংবাদিক প্রণীত রঞ্জন দেবনাথের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়, মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে আরা তালুকদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাসুদ ভূঁইয়া প্রমুখ।
সভায় বিভিন্ন শ্রেণী ও পেশার ২০ জন লোক অংশগ্রহণ করেন। সভায় যুব উন্নয়নে বিভিন্ন প্রশিক্ষণ, মা ও শিশু সহায়তা, ভিজিডির সহায়তা, কিশোর কিশোরী ক্লাব, উদ্যোক্তা ঋণ, আইজিএ প্রশিক্ষণ সহ বিভিন্ন প্রকল্পে অসহায় ও দরিদ্রদের অংশগ্রহণ নিশ্চিত করা বিষয়ে আলোকপাত করা হয়।