শ্রীমঙ্গল উপজেলা

শ্রীমঙ্গল তিয়ানশি এমএলএম কোম্পানিকে নগদ অর্থ জরিমানা

অন্তর মিয়া, শ্রীমঙ্গল থানা প্রতিনিধি:

শ্রীমঙ্গলে তিয়ানশি এমএলএম কোম্পানিতে অভিযান চালিয়ে প্রায় ২০ হাজার টাকা জরিমানা।
রবিবার দুপুর ২ ঘটিকায় শহরের গুহরোড এলাকায় এই অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু তালেব। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তিয়ানশিতে অভিযান চালানো হয়েছে। কোম্পানীটি এমএলএম (মাল্টিলেভেল মার্কেটিং) পদ্ধতিতে ব্যবসা করছিলো যা সম্পূর্নরূপে অবৈধ বলে ধারণা করা হচ্ছে। বেশ কয়েকদিন যাবৎ তারা জেলার বিভিন্ন স্থান থেকে কোম্পানীর সদস্যদের একত্রে জড়ো করে সেমিনার করছিলো। ঠিক সেই সময়ে তথ্য পেয়ে এই অভিযান করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, বিদেশী বিভিন্ন কোম্পানীর সিল বানিয়ে ভেজাল ও অবৈধ পন্য উচ্চমূল্যে মানুষের কাছে বিক্রয় করার পাশাপাশি স্কুল কলেজের স্টুডেন্টসদের কাছ থেকে লক্ষ টাকা আয়ের স্বপ্ন দেখিয়ে এখানে কাজ করিয়ে আসছিলো তিয়ানশি কোম্পানীটি। এর মধ্যে হারবাল প্রোডাক্টও রয়েছে। সুনির্দিষ্ট এসব তথ্যের ভিত্তিতে কোম্পানীটির দায়িত্বরত পরিবেশক সিহাব হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করেন এবং আগামী ১৭ জুলাই বুধবার প্রতিষ্ঠানের সকল কাগজপত্র ও প্রডাক্ট উপস্থাপন করার জন্য বলা হয়। যদি সঠিক কাগজপত্র ও সবগুলো প্রডাক্ট দেখাতে না পারে তাহলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তাদের এই অভিযান অব্যহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close