সারাদেশ
কুড়িগ্রাম, জামালপুর, সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের বন্যা পরিস্থিতির অবনতি, তীব্র ভাঙন
কুড়িগ্রাম, জামালপুর, সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। এর মধ্যে বিভিন্ন জায়গায় চলছে তীব্র ভাঙন। দিশেহারা দুর্গতরা। সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দুর্ভোগ কমেনি বানভাসিদের।
কয়েকদিনের ভারী বৃষ্টি ও উজানের ঢলে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমারসহ ১৬টি নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।
টাঙ্গাইলে বন্যার পানির তোড়ে ভেঙে গেছে ভালকুটিয়ার কাঁচা সড়ক। প্লাবিত হয়েছে কয়েকটি এলাকা। ভাঙনে নদীগর্ভে গেছে শতাধিক বাড়ি-ঘর ও স্থাপনা। আতঙ্কে এলাকাবাসি।
সিরাজগঞ্জে ফুসছে যমুনা। নতুন করে প্লাবিত হয়েছে ফুলজোড়, ইছামতিসহ নদী তীরবর্তী নিম্নাঞ্চল। পানিবন্দি শত শত পরিবার। দেখা দিয়েছে তীব্র ভাঙনও। এক সপ্তাহের ব্যবধানে এ অঞ্চলের দেড় শতাধিক বাড়ি-ঘর ও স্থাপনা গেছে নদী গর্ভে।
জামালপুরের ইসলামপুর, দেওয়ানগঞ্জ, মাদারগঞ্জসহ ২৩টি ইউনিয়ন ও তিনটি পৌরসভার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। নতুন করে পানিবন্দী লক্ষাধিক মানুষ। শিশু খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে দুর্গতরা।
সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দুর্দশা কাটছে না পানিবন্দিদের। খাদ্য সংকটে পড়েছেন বন্যাকবলিতরা। এদিকে বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় পানি নামছে না সীমান্তবর্তী জকিগঞ্জসহ বিভিন্ন এলাকার।