নারায়ণগঞ্জরাজনীতিসিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে গার্মেন্টস পলাতক, বেতনের দাবিতে রাস্তায় বিক্ষোভ

বেতন পরিশোধ করবে বলে কাটিয়ে দিয়েছে ৩ মাস। গত ৩ ডিসেম্বর কারখানার গেইটে তালা ঝুলিয়ে দিয়ে গা ঢাকা দিয়েছে মালিক। এখন বেতনের দাবিতে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে ১৫০ জন শ্রমিক।

বকেয়া বেতন পরিশোধের দাবিতে চাষাঢ়া শহীদ মিনারে রোববার (১১ ডিসেম্বর) দুপুরে সমাবেশ করেছেন তারা। পরে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল করেছেন।

শ্রমিকদের দাবি, ৩ মাসের বেতন না পেয়ে পরিবার স্বজন নিয়ে চরম সংকটে মানবতর জীবন-যাপন করতে হচ্ছে। অভিযুক্ত ওই প্রতিষ্ঠানটি সিদ্ধিরগঞ্জ এসও এলাকার এস এস ক্রিয়েটিভ স্টিজ গার্মেন্টস।

এস এস ক্রিয়েটিভ স্টিজ কারখানার শ্রমিক মোঃ নাহিদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জেলা কমিটির সদস্য এম এ শাহীন, কারখানার শ্রমিক মো. ফয়সাল, মোছা. জয়নব ও জান্নাত আক্তার প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধে একাধিক তারিখ দিয়েও কর্তৃপক্ষ পরিশোধ করে নাই। গত ৩ ডিসেম্বর কারখানার গেইটে তালা ঝুলিয়ে দিয়ে গা ঢাকা দিয়েছে। কোন যোগাযোগ পাওয়া যাচ্ছে না। ফলে শ্রমিকরা না খেয়ে মরতে বসেছে। মুদি দোকানদার চাল-ডাল দেয়া বন্ধ করে দিয়েছে। পাওনা টাকা দেয়ার জন্য বাঁকী দোকানি ও বাড়িওয়ালা অপমান অপদস্ত করছেন। এ অবস্থায় শ্রমিকদের বাঁচার কোন পথ নেই। সংকট নিরসনে রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত দপ্তর কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে অভিযোগ দেয়া হয়েছে। উপমহাপরিদর্শক আইনগত ব্যবস্থাগ্রহণ করে শ্রমিকদের পাওনা আদায়ের আশ্বাস দিয়েছেন। শ্রমিকের বকেয়া বেতন আত্মসাতের হীন উদ্দেশ্যে কারখানা কর্তৃপক্ষের ছলচাতুরী ও শ্রমিক হয়রানির তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে নেতৃবৃন্দ শ্রমিকদের ৩ মাসের বকেয়া বেতন আদায়ে সরকারের পক্ষ থেকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহবান জানিয়েছেন। অন্যথায় নেতৃবৃন্দ কঠোর আন্দোলন গড়ে তুলে দাবি আদায় করার হুঁশরি দিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close