রুপগঞ্জ

রূপগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি থেকে ৩টি বোমা উদ্ধার

রূপগঞ্জে বরপা এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি চার তলা বাড়িতে অভিযান চালিয়ে ৩টি বোমা উদ্ধার করেছে অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। মঙ্গলবার (২ জুলাই) দুপুরে ৪ তলা ভবনের ৩য় তলার একটি এপার্টমেন্ট থেকে বোমাগুলো উদ্ধার করা হয়।

পরবর্তীতে এটিইউ বম্ব স্কোয়াডের সদস্যরা বাড়ির সামনে ফাকা জায়গায় বোমাগুলো এক এক করে নিষ্ক্রিয় করে দেয়। এ প্রতিবেদন লিখা পর্যন্ত অভিযানে কাউকে আটক করা হয় নি।

এর আগে, সকাল থেকে বাড়িটি ঘিরে রাখে এটিইউয়ের সদস্যরা। অ্যান্টি টেরোরিজম ইউনিটের পুলিশ সুপার (অপারেশন) মো. সানোয়ার হোসেন জানান, গত মাসের ৮-৯ তারিখে নেত্রকোনা জেলায় একটি অভিযান পরিচালনা করি, নেত্রকোনা জেলা পুলিশ ও আমাদের অ্যান্টি টেরোরিজম ইউনিট। সেখান থেকে আমরা একটা ডেন পাই। সেই তথ্যের ভিত্তিতে আমাদের দেশ ব্যাপি একটি অভিযান পরিচালিত হয়। সেই অভিযানের ভিত্তিতে আমরা গতকাল কক্সবাজার থেকে ১জনকে গ্রেপ্তার করি। তার দেয়া তথ্যের ভিত্তিতে আমাদের কয়েকটা টিম নারায়ণগঞ্জে রূপগঞ্জে কাজ করা শুরু করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close