অপরাধসোনারগাঁও

সোনারগাঁয়ে ২৩ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার-১

সোনারগাঁ থানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। সোনারগাঁ থানার আষাড়িয়ার চর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে মো. মনির হোসেন (৪৫) নামে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. মনির হোসেন রূপগঞ্জের চনপাড়া (০৪নং ওয়ার্ড) এর মৃত আনোয়ার হোসেনের ছেলে। গ্রেপ্তারকালে ২৩ হাজার ৮৯২ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ টি স্মার্টফোন উদ্ধার করা হয় বলে জানায় র‌্যাব।

র‌্যাব এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি জানায়, সে পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট কক্সবাজার জেলা হতে আনায়ন করে নারায়ণগঞ্জ ও ঢাকা সহ দেশে বিভিন্ন এলাকায় বিক্রয় ও সরবরাহ করে আসছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছে বলে জানায় র‌্যাব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close