নারায়ণগঞ্জ

ঘূর্ণিঝড় রেমালে মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যানিকেতন স্কুল মাঠে ও ক্লাস কক্ষে হাঁটু পানি

 

নারায়ণগঞ্জ প্রতিনিধি :ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রোববার রাত থেকে সোমবার রাত পর্যন্ত টানা বৃষ্টি হওয়ায় নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন হাজীগঞ্জ এলাকায় অবস্থিত মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যানিকেতন স্কুল সহ রাস্তাঘাট এখনও তলিয়ে আছে। স্কুলের কোথাও কোথাও কোমর সমান পর্যন্ত পানি। শ্রেণিকক্ষেও হাঁটুপানি বিরাজ করছে। ফলে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে শিক্ষক- শিক্ষার্থীসহ অভিভাবকদের। পানি ক্লাসরুমে ঢুকে যাওয়ায় নষ্ট হচ্ছে বিদ্যালয়ের আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজ।

বুধবার (২৯ মে) বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ডিএনডি এলাকায় কাজ চলমান থাকায় ভারী বৃষ্টিতে চরম পানিবদ্ধতার কারণে স্কুল মাঠে কালো হাঁটু পানি জমে আছে। পানিতে স্কুলের আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথি, শিক্ষার্থীদের সনদপত্র, প্রধান শিক্ষকের কার্যালয়, অফিস কক্ষ, শিক্ষক মিলনায়তন ও শ্রেণীকক্ষে পানি ঢুকে পাঠদানের অনুপযোগী হয়ে উঠেছে।

আহনাফ (১৫) নামের এক শিক্ষার্থীর বলেন, “বৃষ্টির কারণে আমাদের স্কুল ও যাওয়ার রাস্তা ডুবে যাওয়ায় আমরা স্কুলে যেতে পারছি না, এতে আমাদের পড়ালেখায় অনেক ক্ষতি হয়ে যাচ্ছে।”

এছাড়াও, স্কুলে যাওয়ার অধিকাংশ রাস্তাগুলো পানিতে ডুবে আছে। কোনো কোনো রাস্তা ডুবে না থাকলেও ভারি বৃষ্টিপাতের কারণে খুবই পিচ্ছিল হয়ে আছে। এই দুর্ভোগ কমাতে কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে এলাকাবাসী।

মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যানিকেতন এর সভাপতি শাহ আলম বলেন, ভারী বৃষ্টিপাত বা বর্ষা এলেই ডিএনডি এলাকায় বসবাসরত মানুষের দুর্ভোগ বাড়ে। ঘূর্ণিঝড় রেমালে অতি বৃষ্টির কারণে এই দুর্ভোগ আরও বেড়েছে। কবে এ থেকে পরিত্রাণ পাব জানা নেই।আমরা আশা করছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় পদক্ষেপের ফলে দ্রুতই স্কুল মাঠ ও শ্রেণীকক্ষ থেকে পানি নেমে যাবে। শিক্ষার্থীদের ক্লাসে স্বাগত জানানোর জন্য আমরা প্রস্তুত আছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close