রাজনীতি
নারায়ণগঞ্জ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন সফল করতে প্রস্তুতি সভা
নারায়ণগঞ্জ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করার লক্ষ্যে যৌথ প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ জুলাই) সকালে আলী আহম্মেদ চুনকা মিলনায়তনে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার ত্রি- বার্ষিক সম্মেলন সফল করার লক্ষ্যে যৌথ প্রস্তুতি মূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এর সহ-সভাপতি কাজী মো. শহিদুল্লাহ।
ভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কাজী মো. শহীদুল্লাহ বলেন, এ বছরের শেষ সম্মেলন হবে নারায়ণগঞ্জের সম্মেলনের মধ্য দিয়ে।
আমরা সঠিক নেতার হাতে নেতৃত্ব তুলে দিবো যেনো বাংলাদেশে পুনরায় শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত হতে কাজ করে। বাংলাদেশ বিশ্বের বুকে মাথা তুলে দাড়াতে পারে সেই লক্ষ্যই বাংলাদেশ আওয়ামী লীগ সরকার এবং আওয়ামী লীগের সকল পর্যায়ে নেতাকর্মীরা কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, আমরা কোন ভাইয়ের রাজনীতি করি না। সেচ্ছাসেবক লীগ চাই সঠিক নেতৃত্ব। আমরা বোনের নির্বাচন করি নাই? ভাইয়ের পক্ষেও আমরা। আমরা সতন্ত্রের পক্ষের লোক, শেখ হাসিনার পক্ষের লোক। আমেরিকায় ভাইয়ের সঙ্গে বেয়াদবি আমাদের খারাপ লাগে নাই? সকল পক্ষই থাকবে মনে মনে, কিন্তু প্রকৃত পক্ষে আওয়ামী লীগের পক্ষেই থাকতে হবে।
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক নিজাম উদ্দিন আহম্মেদ এর সভাপতিত্বে ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মোঃ জুয়েল হোসেন এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কার্যনির্বাহী সংসদ এর যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল সায়েম, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মোল্লা , জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক এড. মোহাম্মদ ইকবাল হোসেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের জাতীয় পরিষদের সদস্য ফাতেমা ইসলাম রাহা কাজী সহ সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী আমিনুল হক ভূঁইয়া রাজু, সাধারণ সম্পাদক পদপ্রার্থী হাজী খন্দকার মানিক মাস্টার, স্বেচ্ছাসেবক লীগ নেতা গোলাম কিবরিয়া খোকন, সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধান, মোস্তাফিজুর রহমান মাসুম, ছগীর আহমেদ, কায়কোবাদ রুবেল, তাহের উদ্দিন সানি, ভিপি জামির হোসেন রনি, রফিকুল ইসলাম জয়সহ অসংখ্য নেতৃবৃন্দ।