আবারও ঢাকা মাতালেন দুই বাংলার জনপ্রিয় শিল্পী অঞ্জন দত্ত। অসুস্থ শরীর নিয়েই ‘অঞ্জন দত্ত মেট্রোপলিস ভলিউম-২.০’এ গেয়ে মাতিয়েছেন।
শনিবার (১১ মে) সন্ধ্যায় পূর্বাচল ৩০০ফিট এক্সপ্রেসওয়ের ঢাকা এরিনায় এই কনসার্ট অনুষ্ঠিত হয়। কনসার্টে অঞ্জন দত্তের সঙ্গে তার ছেলে নীলও গান গেয়েছেন। এছাড়া জনপ্রিয় ব্যান্ড কাকতাল এবং আহমেদ হাসান সানিও মাতিয়েছেন দর্শকদের।
বিকাল থেকে অঞ্জন দত্তের হাজার হাজার ভক্ত হাজির হন ৩০০ফিট এক্সপ্রেসওয়ের ঢাকা এরিনায়। অসুস্থতার কারণে শেষ পর্যন্ত অঞ্জন দত্ত মঞ্চে উঠতে পারবেন কিনা সে নিয়ে ছিল বেশ উৎকণ্ঠা। সব উৎকণ্ঠা কাটিয়ে রাত ৯টার দিকে মঞ্চে উঠেন তিনি। মঞ্চের মাঝে একটি চেয়ারে বসে জানান, মঞ্চে ওঠার আগেও ওষুধ নিতে হয়েছে তাকে, মঞ্চ থেকে নেমে আমার ওষুধ গ্রহণ করতে হবে। তবু বাংলাদেশের দর্শকদের ভালোবাসাকে সম্মান জানাতে মঞ্চে এসেছেন তিনি। পরে চেয়ারে বসেই গান শুরু করেন কিংবদন্তী এই শিল্পী। নিজের সেরা সেরা গানগুলো দিয়ে মাতিয়ে রাখেন দর্শকদের।
অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় টাইটেল স্পনসর ছিল মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। ইয়ুথ এনগেজমেন্ট ও আউটরিচ পার্টনার হিসেবে ছিল জুনিয়র চেম্বারস ইন্টারন্যাশনাল বাংলাদেশ। কনসার্টের রেগুলার ও ভিআইপি টিকিট সরবরাহ করেছে গেট সেট রক।
এর আগে একাধিকবার বাংলাদেশে গান করতে এসেছেন অঞ্জন দত্ত। সবশেষ গত বছরের ৩০ সেপ্টেম্বর ‘অঞ্জন ইন ঢাকা মেট্রোপলিস উইথ আহমেদ হাসান সানি’ কনসার্টে গান গাইতে আসেন তিনি।