সিলেট বিভাগ

কমলগঞ্জে কোভিড -১৯ প্রতিরোধে কর্মশালা

আর কে সোমেন, কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা:

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় “কোভিড-১৯ প্রতিরোধঃ ঝুঁকি নিরুপণ যোগাযোগ, জনসম্পৃক্ততা এবং টিকা-বার্তা যোগাযোগ জোরদারকরণ” প্রকল্পের আওতায় সর্বধর্মীয় নেতৃবৃন্দদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সৃষ্টি সমাজকল্যাণ সংস্থা এর আয়োজনে সোমবার (২৭ জুন) সকাল ১১ টায় কমলগঞ্জ উপজেলা কৃষি হলরুমে সংস্থার উপদেষ্টা সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ এর সভাপতিত্বে ও সৃষ্টি সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক পরিতোষ দেব এর সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. জনি খান, উপজেলা মেডিকেল টেকনোলজি ইপিআই আশরাফুল ইসলাম, ইসলামি ফাউন্ডেশনের সুপারভাইজার মো. ইকবাল হোসেন চৌধুরী, এডাব বাংলাদেশ প্রতিনিধি রোকসানা আক্তার।
আলোচনায় অংশগ্রহণ করেন কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি পিন্টু দেবনাথ, সাংবাদিক জয়নাল আবেদীন, ধর্মীয়নেতা এম এ ওহাব, মো. মবশ্বির আলী, মো. আবু বক্কর, রনজিৎ অধিকারী, সৃষ্টি সমাজ কল্যাণ সংস্থার ফোকাল পার্সন সায়েদ আলী ও প্রকল্প সমন্বয়কারী সৈয়দ আজহারুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে কোভিড -১৯ প্রতিরোধে সকলকে সচেতনতা, টিকা জোরদারকরণে যার যার অবস্থান থেকে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং সৃষ্টি সমাজ কল্যাণ সংস্থা এরকম আয়োজনকে প্রশংসা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close