জেলা/উপজেলারাজনীতিসারাদেশ
না’গঞ্জ সদর থানা জিসাস এর উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র জন্মবার্ষিকী উদযাপন

নিজস্ব সংবাদদাতা: ১৫ আগষ্ট দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র ৮০তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জ সদর থানা জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) এর পক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে।
শুক্রবার (২২ আগষ্ট) বিকেলে নগরীর পুরাতন জিমখানা এলাকায় এ আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ সদর থানা জিসাস এর সভাপতি আসাদুল হাসান বিপুল’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ মহানগর জিসাস এর সভাপতি মোঃ সোহেল মাহামুদ।
ও-ই মিলাদ ও দোয়া মাহফিলে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় জিসাস এর সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা জিসাস এর সভাপতি আব্দুল মজিদ প্রান্তিক, জাতীয়তাবাদী তরুণ দল কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সিকদার বাপ্পি, শহীদ জিয়া পরিষদ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি ইকবাল মাহমুদ, মুন্সিগঞ্জ জেলা জিসাস এর সভাপতি আলহাজ্ব আব্দুল গাফ্ফার খাঁন, তারেক জিয়া পরিষদ নারায়ণগঞ্জ মহানগর শাখার ১নং যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন।
ক্বারি আব্দুল ওয়াহিদ খান’র পরিচালনায় মিলাদ ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ সদর থানা জিসাস এর সিনিয়র সহ-সভাপতি মেজবাহ তাহসিন, সহ-সভাপতি তাহমিদ আবরার আলিফ, সাইফুল ইসলাম সাজ্জাদ, মোস্তফা ফয়সাল, আজমান ভূঁইয়া, সাধারণ সম্পাদক মাসুম রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক আলামিন ভূঁইয়া, মাসুক মুস্তফা নাফি, সাফিওন জিসাদ, সাংগঠনিক সম্পাদক প্রীতিব মাহমুদ, সহ সাংগঠনিক সম্পাদক সাইফুল হিমেল, দপ্তর সম্পাদক সাহফিন আহমেদ, প্রচার সম্পাদক হিমু আহমেদ, সহ প্রচার সম্পাদক ফয়সাল, রিশাদ খান সহ জেলা ও মহানগর জিসাস এর অন্যান্য নেতা-কর্মীবৃন্দ।
বিশেষ মোনাজাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রোগ মুক্তি ও বিশ্ব মুসলিমের শান্তি কামনা করা হয়। পরবর্তীতে সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।