সিলেট বিভাগ
কমলগঞ্জে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত
কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ঐতিহাসিক মুজিবনগর দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশর স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রইছ আল রেজুয়ান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মোমিন তরফদার, কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুল আলম ভূঁইয়া, উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা, সাংবাদিক শাহীন আহমেদ, সাংবাদিক মোনায়েম খান প্রমুখ।
এছাড়া আলোচনা সভায় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।