অপরাধসোনারগাঁও

কাচপুরের চেংগাইন এলাকায় প্রকাশ্যে রমরমা মাদক ব্যবসায় করছে আকিব ও নবীর

সোনারগাঁও উপজেলার কাচপুর চেংগাইন এলাকা মাদকের রমরমা ব্যবসা চালাচ্ছে আকিব ও নবীর।

আর হাতের নাগালে সহজে মাদক পেয়ে অত্র এলাকায় দিনদিন মাদক সেবীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। মাদক সেবীরা নেশার টাকা জোগাড় করতে নানা ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে।

এদিকে এলাকাবাসী জানান, কাচপুর ইউনিয়নের চেংগাইন ফ্যান ফ্যাক্টরির সম্মুখে আকিব এবং নবীর দুই মাদক ব্যবসায়ী দীর্ঘ দিন ধরে ফেনসিডিল ইয়াবা ব্যবসা করে আসছে। তারা সময় বুঝে কৌশল পরিবর্তন করে মাদক বেচাকেনা করছেন। প্রতিদিন সকাল থেকে মাদক সেবীদের আনাগনা শুরু হয়ে রাত পর্যন্ত চলছে এবং রমজান মাসে ইফতারের পর থেকে বেচা কিনা বেশি হয়।

এছাড়া প্রশাসনের ঝামেলা এড়াতে তিনি মাদক সেবনকারীদের নিকট মোবাইলফোনে অর্ডার নিয়ে মাদক বিক্রি করেন। তবে যে কেউ ফোন করে চাইলেই মাদক মিলবে না।

মাদক পেতে হলে তার নিয়মিত একজন খরিদ্দারের সুপারিশ লাগবে। তার পরই গাঁজা, মদ, ফেনসিডিল এমনকি ইয়াবার মতো মারাত্মক নেশা জাতীয় মাদকদ্রব্য মিলবে। তবে দূরত্বনুযায়ী মাদকসেবী ক্রেতাকে বাড়তি টাকা দিতে হবে। এলাকাবাসীর অভিযোগ, আকিব ও নবীর এর ফলে সহজে মাদক পেয়ে অত্র এলাকার শ’ শ’ উঠতি বয়সী যুবক মাদকের নেশায় আশক্ত হয়ে মাদক সেবন করছে। প্রথমে বিভিন্ন আজুহাতে পরিবার থেকে নেশার টাকা নিলেও পরে নেশার টাকা জোগাড় করতে নানা ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে। ফলে অত্র এলাকায় ছিচকে চোর বৃদ্ধি পেয়েছে।

এবিষয় নিয়ে স্থানীয় বাসীন্দারা একাধিকবার নিষেধ করলেও তাদের উপর চড়াও হয়ে ভয় ভিতী দেখিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে।

বিষয়টির দিকে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে হস্তক্ষেপ কামনা করছে এলাকাবাসী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close