সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে র‌্যাবের হাতে কিশোর গ্যাং গ্রেফতার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, মো.রাকিবুল হাসানঃ

সম্প্রতি সিদ্ধিরগঞ্জের কয়েকটি এলাকায় কিশোর গ্যাংয়ের ভয়ানক হামলার ঘটনা ঘটেছে । গত ৩১ আগস্ট, ০৫ এবং ০৬ সেপ্টেম্বর ২০২৩ তারিখ নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় মধ্যরাতে পরিচিত গ্যাং টেনশন গ্রুপের নেতা সীমান্ত ও তার বাহিনীর সদস্যরা বিভিন্ন বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। এছাড়াও তাদের সক্রিয় এলাকায় উঠতি বয়সি ছাত্রদের টার্গেট করে মাদকদ্রব্য সেবনে প্ররোচিত করে তাদের গ্রুপে যোগদান করিয়ে এলাকায় বিশৃঙ্খলার মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করে।

এরই ধারাবাহিকতায় উক্ত মামলায় আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর এর একটি চৌকস আভিযানিক দল গত ২৫ মার্চ ২০২৪ ইং তারিখ রাত আনুমানিক ১২:৩০ ঘটিকায় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি মাদ্রাসা রোড কবরস্থান এলাকা হতে “টেনশন গ্রুপ” এর ০৬ জন যথাক্রমে রাইসুল ইসলাম সীমান্ত, পিতা-শফিকুল ইসলাম, মাতা-রোকসানা আক্তার, সাং-মিজমিজি দক্ষিণ পাড়া, পোঃ সিদ্ধিরগঞ্জ, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ, আরিফুল ইসলাম , পিতা-মোঃ তাজুল ইসলাম, মাতা-মোছাঃ পুষ্প বেগম, স্থায়ী সাং-রাধিকা দক্ষিণ জগন্নাথ, পোঃ-সুলতানপুর, থানা-বি-বাড়ীয়া সদর, জেলা-বি-বাড়ীয়া, এ/পি-শামীম মোল্লা এর বাড়ীর ভাড়াটিয়া, তেরা মার্কেট সিদ্ধিরগঞ্জপুল, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ, মোঃ হুমায়ুন হোসেন, পিতা-আঃ রহমান, মাতা-জান্নাত বেগম, সাং-হিরাঝিল, প্রিয়ম টাওয়ার, পোঃ-সানারপাড়, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ, মোঃ সাজ্জাদ হোসেন, পিতা-মোঃ আমিন উদ্দিন, মাতা-শাহানাজ বেগম, সাং-মিজমিজি কান্দাপাড়া, পোঃ-সানারপাড়, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ,মোঃ রাব্বি , পিতা-খোকন শেখ, মাতা-খালেদা, সাং-লাঙ্গলবন্দ, থানা-বন্দর, জেলা-নারায়ণগঞ্জ, মোঃ প্রিতম রোবায়েতি ইসফাক, পিতা-মনিরুল ইসলাম, মাতা-নিলুফা ইয়াসমিন, স্থায়ী সাং-লাঙ্গলমোড়, থানা-ছাগলনাইয়া, জেলা-ফেনী, এ/পি-হিরাঝিল আবাসিক এলাকা কাঁচপুরী বিল্ডিং, পোঃ-সানারপাড়, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ

এবং “ডেভিল এক্সো গ্রুপ” এর ১১ জন যথাক্রমে মোঃ সারিব , পিতা-শফিকুল ইসলাম শফিক, মাতা-রোকসানা আক্তার, সাং-মিজমিজি আব্দুল আলীপুর, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ, মোঃ আশিক , পিতা-মোঃ হারুন, মাতা-আয়েশা, স্থায়ী সাং- মানিক চাঁদ, পোঃ-মানিক চাঁদ, থানা-গলাচিপা, জেলা-পটুয়াখালী, এ/পি-ডাঃ আব্দুর রহমানের বাসার ভাড়াটিয়া, মিজমিজি পশ্চিমপাড়া, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ, মোঃ নাঈম , পিতা-মোঃ দেলোয়ার হোসেন, মাতা-বিউটি বেগম, স্থায়ী সাং-মঠবাড়ীয়া, পোঃ পিরোজপুর, থানা-পিরোজপুর সদর, জেলা-পিরোজপুর, এ/পি-পাগারমাথা, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ, মোঃ তুহিন হোসেন, পিতা-মোঃ আজাদ সিকদার, মাতা-স্বপ্না বেগম, স্থায়ী সাং-গাছুয়া, থানা-মুলাদি, জেলা-বরিশাল, এ/পি-মিজমিজি মাদ্রাসা রোড, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ, রোসমান, পিতা-খন্দকার মোহাম্মদ নুরুল্লাহ, মাতা-সেলিনা বেগম, সাং-মিজমিজি মাদ্রাসা রোড, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ, মোঃ শাহাদৎ , পিতা-মোঃ বাক্কি, মাতা-মোসাঃ সখিনা বেগম, সাং-মিজমিজি মাদ্রাসা রোড, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ, মোঃ সৌরভ , পিতা-মোঃ তাজুল ইসলাম, মাতা-আসমা আক্তার, সাং-মিজমিজি কান্দাপাড়া, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ, মোঃ মাহিন, পিতা-মোঃ নুর নবী, মাতা-মরিয়ম বেগম, সাং-কান্দাপাড়া, সানারপাড়, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ, মোঃ তুষার, পিতা-মোঃ ইমান আলী, মাতা-রোকসানা বেগম, সাং-মিজমিজি দক্ষিণপাড়া, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ, মোঃ সৌরভ, পিতা-মোঃ নবীর হোসেন, মাতা-সেলিনা, সাং-মিজমিজি, আমজাদ মার্কেট, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ, মোঃ আরিফ , পিতা-মোঃ আনোয়ার হোসেন, মাতা-গোলাপী বেগম, সাং-মিজমিজি দক্ষিণপাড়া, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ সর্বমোট ১৭ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত “টেনশন গ্রুপ” এবং “ডেভিল এক্সো গ্রুপ” এর আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, রাইসুল ইসলাম সীমান্ত “টেনশন গ্রুপ” এর দলনেতা এবং মোঃ সারিব “ডেভিল এক্সো গ্রুপ” এর দলনেতা। গ্রেফতারকৃত আসামীরা রাস্তায় চলাচলরত জনগণের মালামাল ছিনতাই, বিভিন্ন ব্যবসা-প্রতিষ্ঠান, মালবাহী ও যাত্রীবাহী পরিবহণে নিয়মিতভাবে ছিনতাই ও চাঁদাবাজি করে থাকে। আসামীরা বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে শক্তির মহড়া বা দাপট প্রদর্শন করে জনমনে ভয়ভীতি বা ত্রাস সৃষ্টি করে। এলাকাবাসী তাদের হিংস্রতা, অত্যাচার ও নির্যাতনের ভয়ে প্রতিবাদ করতে সাহস পায় না।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close