নারায়ণগঞ্জ

বিদেশ ফেরত প্রবাসীদের জন্য প্রকল্প RAISE শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বিশ্বের ১৭৮টি দেশে ১ কোটি ৩০ লাখের বেশি প্রবাসী বাংলাদেশী কাজ করছে। কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্জিত রেমিটেন্স দেশে পাঠিয়ে তারা সচল রাখছে অর্থনীতির চাকা। তাদের অনেকে নানা কারণে দেশে ফিরে আসেন। এ বিদেশ ফেরত প্রবাসীদের জন্য সরকার একটি প্রকল্প গ্রহণ করেছে।
আজ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের আয়োজনে “বিদেশফেরত অভিবাসী কর্মীদের পুনঃএকত্রীকরণে রেইজ (RAISE) প্রকল্পের ভূমিকা’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়।
RAISE প্রকল্পের আওতায় বিদেশফেরত অভিবাসীরা নগদ প্রণোদনা, আত্মকর্মসংস্থানে সহযোগিতা, ঋণ পেতে সহযোগিতা, কাউন্সেলিং, উদ্যোক্তা প্রশিক্ষণে সহযোগিতা, দক্ষতা সনদ প্রদান ও কারিগরি প্রশিক্ষণ সুবিধা পেয়ে থাকেন। এ প্রকল্পের আওতায় প্রতি কর্মীকে ১৩,৫০০ টাকা করে মোট ২ লক্ষ কর্মীকে প্রণোদনা দেয়া হবে।
জেলা প্রশাসক, নারায়ণগঞ্জের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) সৌরেন্দ্র নাথ সাহা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close