নারায়ণগঞ্জ
বঙ্গবন্ধু’র জন্মদিন উপলক্ষে আজমেরী ওসমান’র পক্ষে বিনম্র শ্রদ্ধা
নিজস্ব সংবাদদাতা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ১০৪তম জন্মদিন উপলক্ষে তার প্রতিকৃতিতে যুব নেতা আজমেরী ওসমান’র পক্ষ হতে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
রবিবার (১৭ মার্চ) দুপুরে নগরীর ২নং রেলগেটস্থ আওয়ামী লীগ কার্যালয়ে এ পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এসময় পুষ্পস্তবক অর্পণের পর নেতা-কর্মীরা স্বাধীনতার স্থপতি এ-ই মহান নেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন- যুব নেতা মোঃ নাছির, মোঃ মনির হোসেন, মোঃ সুমন ও মোঃ মুকিত সহ অন্যান্য নেতা-কর্মীরা।