নারায়ণগঞ্জ

কিডনী দিবস উপলক্ষে আলিফ জেনারেল হাসপাতালের উদ্যোগে ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত

বিশ্ব কিডনী দিবস উপলক্ষে আলিফ জেনারেল হাসপাতালের উদ্যোগে ফ্রি চিকিৎসা সেবা ও স্বল্প মূল্যে কিডনী রোগ সনাক্ত করণ অনুষ্ঠিত হয়েছে। ১০ই মার্চ রোজ রবিবার ২০২৪ইং সময়ঃ সকাল ৯টা – দুপুর ১টা পর্যন্ত এই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মাত্র ৪০০ টাকায় Urea, Creatinine, Urine RE প্রথম বার ডাক্তার দেখানো ও রিপোর্ট দেখানো হয়। ও মাত্র ৯০০ টাকায় Urea, Creatinine, Urine RE, USG of KUB প্রথম বার ডাক্তার দেখানো ও রিপোর্ট দেখানো হয়।

চিকিৎসা সেবা প্রদান করেন

মেডিসিন (বাত ব্যাথা) পরিপাকতন্ত্র, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কিডনী রোগ বিশেষজ্ঞ
সহকারী অধ্যাপক ডাঃ মোঃ ফরহাদ হাসান চৌধুরী।
এমবিবিএস, এমপি এইচ সিসিডি (বারডেম) এমতি, নেফ্রোলজি (বিএসএমএমইউ সাবেক পিজি হাসপাতাল) ফেলো, ইন্টারন্যাশনাল সোসাইটি অব নেফ্রোলজি (বেলজিয়াম), ফেলে ইউরোপিয়ান রেনাল এসোসিয়েশন (লন্ডন) কিডনী রোগ প্রতিরোধে উচ্চতর প্রশিক্ষন।
জেনারেল সার্জন এবং কিডনী, মুত্রনালী, মুত্রথলী, প্রোস্টেট, পুরুষ যৌন অক্ষমতা ও বন্ধাত্ব্য ও প্রজনন তন্ত্র বিশেষজ্ঞ ও সার্জন
প্রফেসর ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য) এমআরসিএস (সার্জারী-যুক্তরাজ্য) এমএস (ইউরোলজী), অধ্যাপক (ইউরোলজী) ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা।

আলিফ কিডনী ও ইউরোলজী সেন্টার

সকল ধরনের কিডনী রোগের চিকিৎসা, সহযোগীতা ও পরামর্শ প্রদান করা হয়।
বিঃদ্রঃ- ২৪ ঘন্টা ইমারজেন্সি সার্ভিস, বিদ্যুৎ এবং লিফ্টের সু-ব্যবস্থা রয়েছে।
মোবা:- ০১৭৩১-৩৮৮৩৯২, ০১৯১৭-৩৮৮৩৯২, ০১৯৫৯-৫৬০১৮৩
স্থান : আলিফ ম্যানশন (জনতা ব্যাংক নীচ তলা), সোনামিয়া মার্কেট আদমজীনগর, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close