লেখা-পড়াসিদ্ধিরগঞ্জ
সিদ্ধিরগঞ্জে সফুরা খাতুন উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
- চিত্র গ্রহণঃ ইসমাইল হোসেন রাফি, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি।
- প্রতিবেদন প্রস্তুতকারীঃ রাকিবুল ইসলাম ইফতি, নিউজরুম এডিটর।
সফুরা খাতুন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠান ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
৮ ফেব্রুয়ারী ২০২৪ বৃহস্পতিবার সকালে সফুরা খাতুন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের সভাপতিত্বে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বিদায় সংবর্ধনা বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বিদ্যালয়ের অডিটরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৪,৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর মনোয়ারা বেগম, আলহাজ্ব অকিল উদ্দিন ভূঁইয়া, মোঃ কবির হোসেন লিটন, মফিজুর রহমান, মোঃ জহিরুল ইসলাম, নাসরিন সিদ্দিকী ভূঁইয়া এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণ।
এসময় উপস্থিত অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
কাউন্সিলর মনোয়ারা বেগম বলেন, তোমাদেরকে মানুষের মত মানুষ হতে হবে। পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের পাশাপাশি আদর্শ চরিত্র গঠন এবং নৈতিক মূল্যবোধে সুন্দর জীবনযাপন করতে হবে।
অকিল উদ্দিন ভূঁইয়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা সকলে যদি ভালো ফলাফল করো এবং জিপিএ ফাইভ অর্জন করো তাহলে প্রত্যেককে ৫০০০ টাকা করে পুরস্কার প্রদান করা হবে। ৫৮ জন পরীক্ষার্থীর সকলেই যদি জিপিএ ৫ পায় তাহলে সবাইকেই পুরস্কার দেয়া হবে।
এসময় মোহাম্মদ কবির হোসেন লিটন শিক্ষার্থীদের ব্যাডমিন্টন খেলার জন্য র্যাকেট ব্যাট উপহার দেন।