চট্টগ্রাম
চট্টগ্রামে এসইপি প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত
চট্টগ্রাম প্রতিনিধি/ডেস্ক রিপোর্টঃ
১৯ জানুয়ারি ২০২৪,
চট্টগ্রামের ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন-এর সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি) এর আওতায় “পরিবেশবান্ধব দুগ্ধ খামারের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তাদের আর্থ-সামাজিক উন্নয়ন” শীর্ষক উপ-প্রকল্পের সমাপনী উপলক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ব ব্যাংক ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক ও কারিগরি সহায়তায় ২০২১ সালের জুন মাস থেকে প্রকল্পের কার্যক্রম শুরু হয় এবং প্রকল্পটি শেষ হবে ২০২৪ সালের জানুয়ারীতে।
প্রকল্পের দুগ্ধ খামার সংশ্লিষ্ট উদ্যোক্তাদের নিয়ে কর্ণফুলী উপজেলা পরিষদের কনফারেন্স রুমে অনুষ্ঠিত কর্মশালায় ডকুমেন্টেশন ও মনিটরিং অফিসার নাজমুন নাহারের সঞ্চালনায় কর্ণফুলী উপজেলা নির্বাহী পরিচালক দীপঙ্কর তঞ্চঙ্গ্যা’র সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রুম্মন তালুকদার, আইডিএফ-এর উপ নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন এবং প্রতিষ্ঠাতা সদস্য শহিদুল আমিন চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন এসইপি প্রকল্পের সকল কর্মকর্তাগণ।
চট্টগ্রামের কর্ণফুলী, পটিয়া, আনোয়ারা, চন্দনাইশ উপজেলায় প্রকল্পের কার্যক্রম পরিচালিত হয়। গরুর খামারীদের সুবিধার্থে ৫ টি গোবর সংরক্ষণাগার, ৫ টি গোবর পরিমাপক যন্ত্র বিতরণ করা হয়েছে। নোংরা পানি যাতে পরিবেশের ক্ষতি না করতে পারে সেজন্য ৫ টি ড্রেনেজের ব্যবস্থা, দুটি গরুর হাটে গরু উঠানামার সুবিধার্থে ২টি র্যাম্প করা হয়েছে। সর্বশেষ গরুর হাটের ক্রেতা বিক্রেতার জন্য টয়লেট এবং ডাস্টবিন ও করা হয়েছে। গরুর আরামদায়ক আবাসের জন্য ৬৯ টি শেডের সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও প্রকল্পের আওতায় ২২ শত খামারীদেরকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান অরা হয়েছে, ৮০ জন খামারিকে উপজেলার সাথে সম্মিলিতভাবে পণ্য উৎপাদন সম্পর্কে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়, এনিম্যাল হেলথ সেন্টারের ডাক্তারের সহায়তায় ৫০০০ পশুকে চিকিৎসার আওতায় আনা হয়েছে। প্রকল্পের এই সকল তথ্য মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে অবগত করেন প্রকল্প ব্যবস্থাপক ইঞ্জিনিয়ার ইফতেখার উদ্দিন আহমেদ এবং ডকুমেন্টেশন ও মনিটরিং অফিসার।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিগণ আইডিএফ-এর ডেইরি সেক্টর ও ডেইরি খাতের খামারি এবং উদ্যোক্তাদের উন্নয়নে অবদান সম্পর্কে তুলে ধরেন।
পাশাপাশি পণ্য বাজাতজাতকরণ, উন্নতমানের প্যাকেজিং, উন্নত প্রযুক্তির ব্যবহার, ডেইরি খাতকে আরো বড় করার কথা বলেন।
এছাড়াও প্রকল্পের এই কার্যক্রমগুলোকে সাসটেইনেবল করতে প্রশাসনিক সকল সহায়তা করবে বলে আশ্বাস দেন কর্ণফুলী উপজেলার ইউএনও দীপঙ্কর তঞ্চঙ্গ্যা।
প্রকল্প সমাপনী কর্মশালায় উদ্যোক্তাদের মধ্যে মঃ শফি, রুনা আক্তার, মেহেরুন্নেছা, সিরাজুম মুনির আসিফ এসইপি প্রকল্পের বিভিন্ন কার্যক্রম ও এর সুফল নিয়ে মতামত প্রকাশ করেন।
উদ্যোক্তাদের উত্তোরত্তোর সাফল্য কামনা করে এসইপি’র কো-ফোকাল ও জোনাল ম্যানেজার শাহ আলম অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
আর,আই,ই/