সিলেট বিভাগ

কমলগঞ্জে মণিপুরী কালচারাল কমপ্লেক্স পরিদর্শন করলেন ভারতীয় ডেপুটি হাই কমিশনার

কমলগঞ্জে মণিপুরী কালচারাল কমপ্লেক্স পরিদর্শন করলেন ভারতীয় ডেপুটি হাই কমিশনারকমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মণিপুরি কালচারাল কমপ্লেক্স পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় ডেপুটি হাই কমিশনার বিনয় জর্জ।

শুক্রবার (২৯শে অক্টোবর) বিকাল ৩টায় ভারতীয় সরকারের অর্থায়নে আদমপুর ইউনিয়নের নয়াপত্তন গ্রামে অবস্থিত মণিপুরী কালচারাল কমপ্লেক্সের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন তিনি। এ সময় তার সাথে ছিলেন ভারতীয় সহকারি হাইকমিশনার নিরাজ কুমার জাসওয়াল, ভারতীয় হাই কমিশনের সেকেন্ড সেক্রেটারী সঞ্জয় দে। তারা মণিপুরী কালচারাল কমপ্লেক্সে প্রধানমন্ত্রীর কার্যালয় পরিচালিত কম্পিউটার ট্রেনিং সেন্টার, মণিপুরী তাঁত শিল্প, ডরমেটরী, গেস্ট হাউস পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে মণিপুরী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় কালে ডেপুটি হাই কমিশনার বিনয় জর্জ সন্তোষ প্রকাশ করে বলেন, মণিপুরী সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও বজায় রাখতে এ কমপ্লেক্সে ভারত সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে। এ সময় উপস্থিত ছিলেন মণিপুরি কালচারাল কমপ্লেক্সের আহবায়ক জয়ন্ত সিংহ, সদস্য সচিব রবি কিরণ রাজেশ, সদস্য নীলচাঁন সিংহ, শৈলতন সিংহ, ইবুংহাল সিংহ শ্যামল প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close