নারায়ণগঞ্জ

মহান বিজয় দিবস উপলক্ষে না’গঞ্জ জেলা মুক্তিযোদ্ধা দোয়া অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা: ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সকল শহিদ ও প্রয়াত বীর মুক্তিযোদ্ধাদে স্মরণে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলা ইউনিট কমান্ডের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ ডিসেম্বর) বাদ আছর বন্দর খেঁয়াঘাট সংলগ্ন নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই বক্তব্যে বলেন- মুক্তিযোদ্ধাদের জীবিত থাকতেও সম্মান দিয়েছে এ সরকার। মৃত্যুর পরও দাফনে রাষ্ট্রীয় সম্মান প্রদান করা হয়। বঙ্গবন্ধুকে হত্যা না করা হলে, আমরা জাপানের কাতারে চলে যেতাম। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ অনেক এগিয়েছে। সে-ই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে আমাদের।
সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী বক্তব্যে বলেন- বঙ্গবন্ধু’র ডাকে সাড়া দিয়েই আমরা মুক্তিযোদ্ধে গিয়েছি। আর শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের যে সম্মান দিয়েছে, আমরা মুক্তিযোদ্ধারা এবং তাদের পরিবাররা সর্বদা শেখ হাসিনা’র পাশে থাকবো। তার পাশে থাকলে, কোন ষড়যন্ত্র তাকে পিছু হটাতে পারবে না। তার হাতকে শক্তিশালী করতে আমরা মুক্তিযোদ্ধারা সবসময় ঐক্যবদ্ধ।
নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, সাবেক কমান্ডার সামিউল্লাহ মিলন, সাবেক ডেপুটি কমান্ডার এড. নুরুল হুদা, সদর সাংগঠনিক কমান্ডার নুর হোসেন মোল্লা, সোনারগাঁও উপজেলা ডেপুটি কমান্ডার মোঃ ওসমান, বীর মুক্তিযোদ্ধা মোঃ শহিদুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা মোহর আলী চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা নূর উদ্দিন সহ অন্যান্য মুক্তিযোদ্ধারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close