নারায়ণগঞ্জরাজনীতি

মহান বিজয় দিবস উপলক্ষে শেখ মোঃ হাফিজ’র নেতৃত্বে বিনম্র শ্রদ্ধাঞ্জলী নিবেদন

নিজস্ব সংবাদদাতা: ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ফতুল্লা থানা আওয়ামী মৎস্যজীবী লীগের নেতৃবৃন্দরা মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছেন।
শনিবার (১৬ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়াস্ত বিজয় স্তম্ভের বেদীতে ফুল দিয়ে এ বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়।
জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে শেখ মোঃ হাফিজ বলেন- ১৯৭১ সালের এ-ই গৌরবময় দিনে নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর পাকিস্তানের হানাদার বাহিনী আত্মসমর্পণ করলে স্বাধীন দেশ হিসেবে স্বাধীন হয় বাংলাদেশ। এ-ই দিনে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানের দখলদার বাহিনী বাংলাদেশ ও ভারতের যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে। তাই দিনটি বিজয় দিবস হিসেবে আমরা উদ্‌যাপন করি। দিবসটি পালনে সরকারের পাশাপাশী বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠন নানা কর্মসূচী পালন করছে।
শ্রদ্ধা নিবেদন কালে ফতুল্লা থানা আওয়ামী মৎস্যজীবী লীগের সংগ্রামী সভাপতি শেখ মোঃ হাফিজ’র নেতৃত্বে আরও উপস্থিত ছিলেন- ফতুল্লা থানা আওয়ামী মৎস্যজীবী লীগের সহ-সভাপতি মোঃ আবু সাঈদ, মোসাঃ শামসুন্নাহার, মোঃ ফারুক আহমেদ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ আলাউদ্দিন, সমবায় ও কৃষি বিষয়ক সম্পাদিকা সুমি আক্তার, মহিলা বিষয়ক সম্পাদক মোসাঃ রিনা আক্তার, আইন বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন ও ক্রিড়া বিষয়ক সম্পাদক মোঃ আরিফ হোসেন সহ অন্যান্য নেতা-কর্মীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close