সিদ্ধিরগঞ্জস্বাস্থ্য বার্তা
১৬ই ডিসেম্বর আলিফ ডক্টরস চেম্বার এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ফ্রি চিকিৎসা সেবা
রাকিবুল ইসলাম ইফতিঃ
১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস ও নিজস্ব নতুন ভবনে স্থানান্তর উপলক্ষে আলিফ ডক্টরস চেম্বার এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হবে।
নতুন রূপে নতুন আঙ্গিকে সেবার মান বৃদ্ধি করে আরো একধাপ এগিয়ে আলিফ ডক্টরস চেম্বার এন্ড ডায়াগনস্টিক সেন্টারএখন নিজস্ব ভবনে।
আলিফ ডক্টরস চেম্বার এন্ড ডায়াগনস্টিক সেন্টারের নতুন ভবনে স্থানান্তর উপলক্ষে ১৬ ডিসেম্বর শনিবার সকাল ৯টায় থেকে দুপুর ২টা পর্যন্ত ফ্রি চিকিৎসা সেবা চলবে।
স্থানঃ রানু প্লাজা, জনতা ব্যাংক এর নিচতলা, সোনামিয়া মার্কেট।
যে সকল বিভাগের চিকিৎসা সেবা প্রদান করা হবেঃ-
■ডায়াবেটিস ■ মেডিসিন ■ গাইনী ও স্ত্রী রোগ ■ কিডনী ■বাত ব্যাথা ■হৃদ রোগ ■পরিপাকতন্ত্র ■শ্বাসকষ্ট ■ নাক, কান ও গলা রোগ।
সেবা সমূহঃ
■ ফ্রি ডায়াবেটিস পরীক্ষা,
■ ডাক্তার ভিজিট ফ্রি,
■ ফ্রি রিপোর্ট দেখানো।
সকল ধরনের পরীক্ষার উপর ২৫% ছাড়।
বি.দ্র.:- ডায়াবেটিস পরীক্ষার জন্য সকালে খালি পেটে যেতে বলা হয়েছে।
সিরিয়ালের জন্য যোগাযোগ করুন ০১৭৩১৩৮৮৩৯২,০১৯৭১৩৮৮৩৯২।
আলিফ ডক্টরস চেম্বার এন্ড ডায়াগনস্টিক সেন্টার।
ALIF DOCTORS CHAMBER & DIAGONOSTIC CENTER
রানুপ্লাজা, সোনামিয়া মার্কেট, জনতা ব্যাংক এর নিচতলা, আদমজীনগর, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।