নারায়ণগঞ্জ

নারায়নগঞ্জে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রাকিবুল ইসলাম ইফতি, বার্তাকক্ষ সম্পাদকঃ “সবার জন্য মর্যাদা, স্বাধীনতা ও ন্যায়বিচার” প্রতিপাদ্য বিষয়ে আজ নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে বিশ্ব মানবাধিকার দিবস উদযাপিত হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জনাব মোহাম্মদ মাহমুদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জনাব সাকিব আল রাব্বি।

এসময় আলোচনা সভায় মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া বলেন, অপপ্রচারকারীরা সাইবার ক্রাইম ও অবৈধ প্রকাশনার মাধ্যমে মানুষের চরিত্রহরণ করে মানবাধিকার লঙ্ঘন করছে। তাই অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানান তিনি।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিভিল সার্জন, অতিরিক্ত পুলিশ সুপার, নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা তথ্য অফিসার সহ বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তাগণ, সাংবাদিক ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close