অপরাধনারায়ণগঞ্জ সদর

চাঁদা দাবি ও শ্লীলতাহানির মামলায় সাবেক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জ সদর উপজেলার সৈয়দপুরে চাঁদা ও শ্লীলতাহানির মামলায় স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে৷ শনিবার (২ ডিসেম্বর) গোগনগরে ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নূর হোসেন ও মো. আলমগীরকে নারায়ণগঞ্জ আদালতে হাজির করা হয়৷ এর আগে পশ্চিম সৈয়দপুরের মোসা. মাহমুদা নামের এক নারী চাঁদা দাবি, মারধর ও শ্লীলতাহানির অভিযোগে নূর হোসেনসহ ৮জনের নাম উল্লেখপূর্বক নারায়ণগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন৷

মামলার অভিযোগপত্রে মাহমুদা উল্লেখ করেন, পশ্চিম সৈয়দপুরের একটি জমি নিয়ে বিবাদীদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো৷ সম্প্রতি তিনি ওই জমির একাংশ বিক্রি করলে আসামিরা তার কাছে ছয় লক্ষ টাকা চাঁদা দাবি করেন৷ শুক্রবার (০১ ডিসেম্বর) বিক্রিত অংশ ক্রেতার কাছে বুঝিয়ে দিয়ে সেখানে দেওয়াল নির্মাণ করতে যান তিনি৷ এসময় আসামিরা তাকে গালিগালাজ করতে থাকে ও একপর্যায়ে ছয় লক্ষ টাকা চাঁদা দাবি করে৷ তাদের দাবি মেনে না নেওয়ায় সেখানে কর্মরত শ্রমিক শফিউদ্দিনকে এলোপাথাড়ি মারধর করতে থাকে তারা।

একপর্যায়ে আসামিরা নির্মিতব্য দেওয়াল ভেঙে ফেলে ও বাদি মাহমুদার পরিহিত পোশাক ছিঁড়ে তার শ্লীলতাহানি ঘটায়৷ বাদির ডাকচিৎকারে স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম ঘটনাস্থলে আসেন৷ আসামিরা তাকে ও মাহমুদাকে প্রাণনাশের হুমকি দিয়ে ও ফের চাঁদা দাবি করে ঘটনাস্থল ত্যাগ করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close