সিলেট বিভাগ
কমলগঞ্জে ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
আর কে সোমেন, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে “ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭ এপ্রিল রবিবার) সকাল সাড়ে ১১ টায় কমলগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ রফিকুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুন নাহার পারভিন, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়ারদৌস হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা জনি খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুবুর আলম ভূঁইয়া, সাংবাদিক শাহীন আহমেদ প্রমুখ। এছাড়া আলোচনা সভায় মুক্তিযোদ্ধা, সরকারী কর্মকর্তা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী ও পেশার শতাধিক লোক উপস্থিত ছিলেন। সভায় বক্তারা, মুজিব নগর সরকার গঠনের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন এবং স্বাধীনতার ইতিহাস নতুন প্রজন্মকে জানানোর আহ্বান জানান।