রাজনীতিসিদ্ধিরগঞ্জ

বিএনপি-জামায়াতের অবরোধ প্রতিরোধে রাজপথে সক্রিয় লিটন আহমেদ

বিএনপি-জামায়াতের ডাকা ৩য় দফায় অবরোধের যেকোনো ধরনের অপতৎপরতা ও নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের নির্দেশে ও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক হাজী ইয়াসিন মিয়ার দিকনির্দেশনায় আন্দোলন সংগ্রামে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করে চলছেন সিদ্ধিরগঞ্জ থানা তাঁতীলীগের আহবায়ক লিটন আহমেদ।

বিএনপি- জামায়াতের ডাকে দেশব্যাপী নৈরাজ্য আগুন সন্ত্রাস প্রতিরোধে আওয়ামী লীগের দলীয় কর্মসূচির প্রতিটি আন্দোলন সংগ্রামেই রাজপথে সক্রিয় অবস্থানে রয়েছেন লিটন আহমেদ।

এবিষয়ে লিটন আহমেদ সাংবাদিকদের বলেন, ‘জামায়াতকে সঙ্গে নিয়ে আবারও আগুন সন্ত্রাস শুরু করেছে স্বাধীনতা বিরোধীদের প্রধান পৃষ্ঠপোষক বিএনপি। এদেরকে প্রতিহত করতে ঢাকা- চট্টগ্রাম মহাসড়ক আমার অভিভাবক নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি আলহাজ্ব একেএম শামীম ওসমান ভাই ও আমার নেতা রাজপথের পরীক্ষিত সৈনিক সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক হাজী ইয়াসিন মিয়া ভাই এর দিকনির্দেশনায় তার সুদৃঢ় নেতৃত্বে রাজপথ আমাদের দখলে থাকবে ইনশাআল্লাহ। দেশে রাজনীতির আন্দোলনে পৃথিবীর কোথাও হাসপাতালে আক্রমণ করে না কিন্তু বিএনপি সেটা করেছে। মানুষ পুড়িয়ে হত্যা করেছে। সাংবাদিকদের ওপর হামলা করেছে। পুলিশ সদস্যকে পিটিয়ে, কুপিয়ে হত্যা করেছে।

‘বিএনপি-যুবদলের কর্মীরা বিভিন্নভাবে অগ্নিসংযোগ করেছে উল্লেখ করে লিটন আহমেদ আরও বলেন, বিএনপির কর্মীরা একসময় পুলিশের পোশাক পরে, একসময় সাংবাদিকের পোশাক পরে গাড়িতে অগ্নিসংযোগ করেছে। এই হত্যা নৈরাজ্য, আগুন সন্ত্রাসী দলকে আমাদের প্রতিহত করতে হবে। সিদ্ধিরগঞ্জে এধরণের আগুন সন্ত্রাস করতে পারে। এজন্য আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। তারা শান্তিপূর্ণ নারায়ণগঞ্জকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। সেই চেষ্টাকে প্রতিহত করতে হবে। সবাইকে সতর্ক থাকতে হবে। আমরা জনগণকে সাথে নিয়ে আগুন সন্ত্রাসীদের গোষ্ঠীকে প্রতিহত করবো। অনেকেই নারায়ণগঞ্জকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।কেউ যেন হরতাল অবরোধের নামে নারায়ণগঞ্জকে অস্থিতিশীল করতে না পারে বাসে, গাড়িতে আগুন দিতে না পারে এজন্য সতর্ক থাকার আহবান জানান তিনি। প্রয়োজনে বিএনপি -জামায়াতের সন্ত্রাস,নাশকতা ও নৈরাজ্য ঠেকাতে আমাদের নেতাকর্মীরা সড়ক পাহারা দিবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close