অপরাধসিদ্ধিরগঞ্জ
সিদ্ধিরগঞ্জের চিহ্নিত অপরাধী নূর নবী গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চিহ্নিত অপরাধী নূর নবীকে নাশকতা মামলা গ্রেপ্তার করে আদালত পাঠিয়েছে পুলিশ।
শনিবার ভোরে রাতে (নাসিক) ৪ নং ওয়ার্ডস্থ তার বসবাসরস বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় তাকে। গ্রেপ্তারকৃত আসামি ৪ নং ওয়ার্ডের আলমগীরের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সালেকুজ্জামান।
এলাকাবাসী জানিয়েছেন, দীর্ঘদিন যাবত (নাসিক) ৪ নং ওয়ার্ডস্থ মনোয়ারা জুটমিল এলাকায় চাঁদাবাজিসহ নানা ধরনের অপরাধ করে আসছিল সে। ওই এলাকায় নিজের গ্যাং দ্বারা মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি করাই তার মূল পেশা। তার গ্যাংয়ের অন্যান্য সদস্যরা হলেন, রাব্বি, রবিউল ও রনি প্রমূখ।
জানা যায়, হাউজিং ৭ নং গলির এলাকার এক ভবন মালিক থেকে চাঁদা দাবি করে হুমকি ধামকি দিয়ে আসছিল নূর নবী ও তার গ্যাং সদস্যরা। দাবিকৃত চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ওই ব্যক্তির বাসায় গিয়ে প্রাণনাশের হুমকি দেন অপরাধীরা। একপর্যায়ে থানা পুলিশকে বিষয়টি জানান সেই ভবন মালিক।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক সালেকুজ্জামান জানান, নূর নবী নাশকতা মামলায় গ্রেপ্তার করা হয়েছিল। আজ তাকে আদালতে পাঠানো হয়েছে।