সিলেট বিভাগ
কমলগঞ্জে গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু
কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজার-কমলগঞ্জ সড়কের আতুরের ঘর এলাকায় দ্রুতগামী একটি নোহা গাড়ির ধাক্কায় আহত শ্যামলা মালাকার (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (২১ অক্টোবর) বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
নিহত শ্যামলা মালাকার উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের লক্ষীপুর গ্রামের প্রভাত মালাকারের মেয়ে। এর আগে গত শুক্রবার সকালে কমলগঞ্জ উপজেলার মৌলভীবাজার-কমলগঞ্জ সড়কের আতুরের ঘর এলাকায় এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, শুক্রবার দুপুরে আতুরের ঘর এলাকায় মৌলভীবাজার – কমলগঞ্জ সড়কে একটি নোহা গাড়ি নিয়ন্ত্রণ হাড়িয়ে শ্যামলা মালাকারকে চাপা দেয়। পরে স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেল ৩ টায় তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক বলেন, ঘটনার খবর শুনে আমরা পুলিশ পাঠিয়েছি।ময়নাতদন্ত শেষে লাশ হস্তান্তর করা হবে।