সিলেট বিভাগ
শ্রীমঙ্গলে বিপুল পরিমাণ চোলাই মদ উদ্ধার, গ্রেফতার-১
প্রতিনিধি, অন্তর মিয়া। শ্রীমঙ্গল, মৌলভীবাজার:
শ্রীমঙ্গলে থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদারের দিক নির্দেশনায় থানা পুলিশের একটি টিম (১৮ অক্টোবর) বুধবার উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযান কালে শ্রীমঙ্গল থানাধীন জাগছড়া চা বাগান এলাকা হইতে ১ হাজার ৬০ লিটার দেশীয় তৈরী চোলাইমদ উদ্ধার করা হয়। এ সময় এসব মদ মজুদ রাখার দায়ে জাগছড়া চা বাগান এর মৃত মানিক কালিন্দীর ছেলে গহুর কালেন্দী (৩২) কে গ্রেফতার করা হয়।
থানা পুলিশ সূত্রে আরও জানা গেছে গহুর কালেন্দীর বিরুদ্ধে মাদক আইনে শ্রীমঙ্গল থানায় মামলা রুজু করা হয়েছে। এবং বিধি মোতাবেক তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।