রাজনীতি
নারায়নগঞ্জের পবিএ মাহে রবিউল আউয়াল। উপলক্ষে স্বাগত রথযাএা

নিজস্ব সংবাদদাতা: নারায়ণগঞ্জ জেলায় পবিত্র মাহে রবিউল আউয়াল শুভ আগমন উপলক্ষে জশনে জুলুসে ঈদ-এ মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য র্যালীর আয়োজন করেছে বাংলাদেশ গাউছিয়া কমিটি নারায়ণগঞ্জ জেলা ও মহানগর।
শুক্রবার (২২ আগষ্ট) বাদ আছর পুরাতন জিমখানায় খানকায়ে কাদেরিয়া তৈয়্যবিয়া মাদ্রাসা সংলগ্ন হতে স্বাগত র্যালীটি রওনা করে, চাষাঢ়া গোলচত্বর হয়ে নগরীর মূল সড়ক প্রদক্ষিণ শেষে মাদ্রাসা সংলগ্নে এসে মিলাদ মাহফিল, সালাতু সালাম ও আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্ত হয়।
এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ গাউছিয়া কমিটি নারায়ণগঞ্জ জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবু জাফর টিপু, সহ-সভাপতি আলহাজ্ব ওসমান গনি, সাধারণ সম্পাদক হাফেজ রেফাজ উদ্দিন, মহানগর সভাপতি মোখলেসুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক মোবারক হোসেন, কাদেরিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া মাদ্রাসার সভাপতি আলহাজ্ব মোখলেছুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোবারক হোসেন, সুপারিন্টেন্ডেন্ট মাওলানা মুহাম্মদ মাঈনুল হাসান, আলহাজ্ব হাফেজ শফিকুর রহমান, সাংবাদিক আবু সাইদ কাদেরী, মাওলানা আবু নাসের মোহাম্মদ মুসা, মাওলানা আব্বাস উদ্দিন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন- হোসিয়ারী মালিক সমিতির পরিচালক পারভেজ মল্লিক, বিএনপি নেতা জিয়াউর রহমান জিয়া, মাহফুজুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ওয়াহিদ দেওয়ান, মাওলানা আবু নাসের মুসা, মাওলানা জামাল উদ্দিন নুরী, গোলাম পাঞ্জেতন, জয়নাল আবেদীন, ওমর ফারুক সহ অসংখ্য ধর্মপ্রাণ মুসলমানরা।