ধর্মনারায়ণগঞ্জ
দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ অক্টোবর ) সকাল দশটায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক বলেন, নারায়ণগঞ্জে শারদীয় দুর্গাপূজা সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে প্রশাসনিক সর্বোচ্চ সহযোগিতা করা হবে। কোনো অবস্থাতেই গুজব বা উস্কানি মুলক কিছুতে কান দিবেন না। আর যদি করেই ফেলে তাহলে তৎক্ষনাৎ আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করুন।
তিনি আরও বলেন, আজকাল যা কিছুই ঘটুক, ফেসবুকে বিভিন্ন ভাবে সেটাকে উপস্থাপন করে একটি সমস্যা সৃষ্টি করা হয়। এই জন্য আমাদের সাবধান থাকা দরকার। দুর্গাপূজা পালনকালে সকল পূজা মন্ডপে নিজস্ব ভলান্টিয়ার নিয়োগ রাখতে হবে। বিশেষ করে রাতের বেলায় পাহারা দিতে হবে। কারণ একটা অনিশ্চয়তা থাকে কিছু দুস্কৃতিকারী কিছু করার চেষ্টা করে। যদি আমরা নিজেরা একটু সচেতন থাকি এবং পাহারা দেই তাহলে ওই দুস্কৃতিকারীরা কোন কিছুই ঘটাতে পারবে না।
সভায় নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন বলেন, এবছর নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের ২২৪ পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গত ২৮ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের উদ্যোগে সবাইকে নিয়ে মতবিনিময় সভা করা হয়েছে। সভায় উপস্থিত জেলা ও মহানগরের বিভিন্ন মন্দিরের প্রতিনিধিরা তাদের মন্দিরে পূজা উদযাপন করার সময়ের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। আমরা সেগুলো চিহ্নিত করে আজকের সভায় তুলে ধরেছি।
তিনি আরো বলেন, ধর্ম যার যার রাষ্ট্র সবার এই মন্ত্রে দীক্ষিত হয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। আমরা নারায়ণগঞ্জে সকল ধর্ম মতের মানুষ একসাথে মিলেমিশে বসবাস করি, বিভিন্ন উৎসব পার্বণে একসাথে আনন্দ ভাগাভাগি করি। অসম্প্রদায়ীক চেতনার এই ধারাবাহিকতায় আমরা মুসলমান সম্প্রদায়ের পবিত্র মাহে রমজান ও সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব একই সঙ্গে উদযাপন করেছি। তাই আসন্ন শারদীয় দুর্গোৎসবেও নারায়ণগঞ্জের সকলে একসাথে মিলেমিশে আনন্দ করবো সেই প্রত্যাশা ব্যক্ত করছি।