রাজনীতিসিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে হান্নান প্রধানের উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন

জাতীয় সাংবাদিক সংস্থা সিদ্ধিরগঞ্জ থানা শাখার সভাপতি ও সিদ্ধিরগঞ্জ থানা তাঁতীলীগের সহ-সভাপতি আব্দুল হান্নান প্রধানের উদ্যোগে কেক কেটে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বাদ মাগরিব মুনলাইট চৌড়াস্তায় হান্নান প্রধানের অফিস কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এসময় অনুষ্ঠানে বক্তব্যে হান্নান প্রধান বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের প্রবক্তা স্বপ্নদর্শী নেত্রী শেখ হাসিনা ১৯৮১ সালে আওয়ামী লীগের নেতৃত্ব গ্রহণের পর থেকে দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে দলকে সুসংগঠিত করেন এবং ১৯৯৬ সালে প্রথম, ২০০৮ সালে দ্বিতীয়, ২০১৪ সালে তৃতীয় এবং ২০১৮ সালে চতুর্থবারের মত নির্বাচনে জয়লাভ করে প্রধানমন্ত্রী হন। তাঁর নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। ইনশাআল্লাহ আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আবারও প্রধানমন্ত্রী হয়ে এ উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা তাঁতীলীগের সভাপতি প্রকৌশলী লায়ন মো: ইউসুফ আলী মাসুদ, সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা রাসেল, মো: মিজান, মো: আল-আমিন, সুমন, হানিফ, সিফাত, হিমেল প্রমুখ।

আলোচনাসভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনাসহ আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের সফলতা কামনা করে দোয়া করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close