ঢাকারাজনীতি

আরিফুল ইসলাম ও সৌভিক করিম স্মরণে শোক ও স্মরণ সভা অনুষ্ঠিত

রাকিবুল ইসলাম ইফতি, বার্তাকক্ষ সম্পাদকঃ

৮ ডিসেম্বর ২০২৩ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর.সি মজুমদার মিলনায়তনে বাংলাদেশ ছাত্র ফেডারেশন এর সাবেক কেন্দ্রীয় সভাপতি আরিফুল ইসলাম ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহসাধারণ সম্পাদক সৌভিক করিম স্মরণে শোক সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ ছাত্র ফেডারেশন এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈকত আরিফ স্বাগত বক্তব্য রাখেন এবং সঞ্চালনা করেন।

স্মরণ সভায় অংশগ্রহণ করে স্মৃতি চারণ করেন আরিফুল ইসলাম ও সৌভিক করিমের বন্ধু, স্বজন, রাজনৈতিক সহকর্মী এবং শুভাকাঙ্ক্ষীরা।

এরমধ্যে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, গার্মেন্টস শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আখতার, বাংলাদেশ ছাত্র ফেডারেশন এর সাবেক কেন্দ্রীয় সভাপতি সৈকত মল্লিক, গোলাম মোস্তফা, সাবেক সাধারণ সম্পাদক জাহিদ সুজন, সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল বাপ্পি, ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আরমান হোসাইন, সদস্য সচিব উমামা ফাতেমা, মানবাধিকার কর্মী দিলশানা পারুল, ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘমল্লার বসু উল্লেখযোগ্য।

এছাড়াও নিহত আরিফুল ইসলামের স্ত্রী রেবেকা নীলা ও সৌভিক করিমের মা উপস্থিত ছিলেন।

স্মরণ সভায় এই কীর্তিমান ২ তরুণের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় সকলে গভীর শোক প্রকাশ করেন। দেশের প্রতি, সংগঠন ও দলের প্রতি সর্বপরি মানুষের জন্য বাসযোগ্য বাংলাদেশ নির্মাণের লড়াইয়ের মেধাবী ২ জন মানুষের নির্মম মৃত্যু কারো জন্য কাম্য ছিল না বলে মনে করেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সহযোদ্ধা ও সহকর্মীরা। এসময় নিরাপদ সড়কের দাবীতে ছাত্র ফেডারেশনকে দূ্র্বার আন্দোলন গড়ে তুলতে উপস্থিত শুভাকাঙ্ক্ষীরা আকূল আবেদন জানান।

উল্লেখ্য, গত ৭ নভেম্বর ঢাকার ইস্কাটনে বেপরোয়া গাড়ির চাপায় নিহত হন আরিফুল ইসলাম ও সৌভিক করিম। ছাত্র জীবনের এই ২ বন্ধু ছিলেন রাজনৈতিক সহকর্মী। আরিফুল ইসলাম সাবেক কেন্দ্রীয় সভাপতি ও সৌভিক করিম (অর্জুন) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন। পেশাগত জীবনে আরিফুর ইসলাম একটি প্রকাশনা সংস্থার সাথে যুক্ত ছিলেন এবং সৌভিক করিম গানের সাথে যুক্ত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close