নারায়ণগঞ্জরাজনীতি

ড. ইউনুসের শাস্তির দাবীতে পলাশের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

ড. ইউনুসের বিরুদ্ধে শ্রমিকদের দায়েরকৃত মামলার দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ( ৯ সেপ্টেম্বর ) বিকেলে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কর্মচারী ঐক্যজোট (শ্রমিক সংগঠন) এর আয়োজনে শিল্পের মালিক কর্তৃক শ্রমিকদের হয়রানী বন্ধকরন, শ্রমিকদের ন্যায্য দাবী বাস্তবায়ন, শ্রম আইন লঙ্ঘনকারী ড. ইউনুস এর বিরুদ্ধে শ্রমিকদের দায়েরকৃত মামলার দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে শ্রমিক সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক কাউসার আহমেদ পলাশ।

নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কর্মচারী ঐক্যজোট (৭৪ শ্রমিক সংগঠন) প্রধান সমন্বয়ক ও শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক কাউসার আহমেদ পলাশ বলেছেন, বাংলার জনগন বাংলার টাকা দিয়ে প্রদ্মা সেতু করেছে শেখ হাসিনা। কিন্তু ড. ইউনুস বিশ্ব ব্যাংকে ষড়যন্ত্র করে ঋন বন্ধ করিয়েছিলো।
ড. ইউনুস শ্রমিকদের বেতন সহ নানা অধিকার থেকে বঞ্চিত করেছে। তার অধিনস্ত শ্রমিকদের শ্রম আইনের বিধান অনুযায়ী অনিয়ম করেছে তাই শ্রম আদালতে মামলা হয়েছে, মামলায় তার সর্বোচ্চ শাস্তি দাবি করছি। তাকে শাস্তির আওতায় না আনলে শোষিতরা মনে করবে বাংলাদেশে আপরাধ করে বেআইনী কাজ করে পার পাওয়া যায়। আমরা সকল ষড়যন্ত্র শ্রমিকরা মোকাবেল করবে।

সমাবেশে আরো উপস্থিত ছিলেন, ৭৪ শ্রমিক সংগঠন এর সাধারণ সম্পাদক গোলাম কাদের, দোকান প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়ন সভাপতি মোজ্জামেল হক, নারায়ণগঞ্জ জেলা দর্জি শ্রমিক ইউনিয়ন এর সভাপতি রুহুল কবির, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির, ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি শাহাদাৎ হোসেন সেন্টু,জাতীয় শ্রমিক লীগ ফতুল্লা থানা, সিনিয়র সহসভাপতি গোলাম কিবরিয়া সাত্তার, সহসভাপতি মোঃ অহিদুর রহমান,সাধারণ সম্পাদক নজরুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন রাজু সহ ৭৪ শ্রমিক সংগঠন অসংখ্য নেতৃবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close