ধর্মসিলেট বিভাগ

কমলগঞ্জে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব পালিত

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে মধ্যদিয়ে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৯ তম শুভ জন্মাষ্টমী উৎসব পালিত হয়েছে।

বুধবার ৬ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টায় কমলগঞ্জ উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে ভানুগাছ বাজারস্থ কমলগঞ্জ কেন্দ্রীয় শ্রী শ্রী দূর্গাবাড়িতে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রা, সংকীর্তন ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপি।

এ সময়, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো রফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন, কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমেদ, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ, কমলগঞ্জ শাখার সভাপতি শ্রী শংকর লাল সাহা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রামভজন কৈরি, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, কমলগঞ্জ শাখার সভাপতি শ্রী শ্যামল চন্দ্র দাশ, সাধারণ সম্পাদক প্রণীত রঞ্জন দেবনাথসহ ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও নানা ধর্মীয় সংগঠন এর উদ্যোগে পশ্চিম কুমড়াকাপন, লঙ্গুরপার, নারাইনপুর, তিলকপুর, পাত্রখোলা, আলীনগরসহ বিভিন্ন এলাকার কৃষ্ণভক্ত নর-নারীরা জন্মাষ্টমী উৎসব পালন করে করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close