নারায়ণগঞ্জ

জাইকা প্রতিনিধি ইসিগুচি’র নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন পরিদর্শন

রাকিবুল ইসলাম ইফতি, স্পেশাল রিপোর্টঃ জাইকা চিফ রিপ্রেজেনটেটিভ বাংলাদেশ অফিসের ইসিগুচি তোমাহিডি তাঁর ২জন সফরসঙ্গী সহ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন পরিদর্শন করেন।
৩ সেপ্টেম্বর ২০২৩ সকাল ৯ টায় তিনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের জালকুড়ি ডাম্পিং সাইটে উপস্থিত হন, পরবর্তীতে সিদ্ধিরগঞ্জ লেক, শেখ রাসেল পার্ক, আলী আহম্মদ চুনকা ষ্টেডিয়াম ও মুসুবু জাপান লেংগুয়েজ ও কালচার সেন্টার পরিদর্শন করেন।
তিনি এনসিসির বিভিন্ন প্রকল্প পরিদর্শন এবং জাইকা অর্থায়নে অবকাঠামো উন্নয়ন কাজের জন্য এনসিসি কে ধন্যবাদ জানান।
প্রকল্প পরিদর্শন শেষে বেলা ১২ টায় নগর ভবনে আসেন এবং মাননীয় মেয়র ডা: সেলিনা হায়াৎ আইভীর সাথে সৌজন্য সাক্ষাত করেন। স্বাক্ষাতকালে তিনি জাইকা’র সহায়তায় বাস্তবায়িত/বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কার্যক্রম ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে কথা বলেন। মাননীয় মেয়র মি: ইসিগুচি তোমোহিডি কে এনসিসি পরিদর্শন করায় আন্তরিক ধন্যবাদ জানান এবং পুনরায় পরিদর্শনে আসার আমন্ত্রন জানান।
তাঁর সফরকালে কুরুকামী মিনামি জাইকা রিপ্রেজেনটেটিভ গভারনেন্স এবং আইটি সেক্টর ও মিসেস সানজিদা, জাইকা বাংলাদেশ অফিস উপস্থিত ছিলেন।
এসময় জাইকা প্রকল্পের (এলজিইডি) প্রকল্প পরিচালক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী গোলাম মোস্তফা ও এনসিসি’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল আজিজ, নির্বাহী প্রকৌশলী সহ অন্যান্য প্রকৌশলীবৃন্দ
পরিদর্শন টিমের সাথে উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close