নারায়ণগঞ্জ

ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ ডিপিডিসির সচেতনতামূলক কর্মসূচি

“রাখিব চারপাশ পরিস্কার, করিব ডেঙ্গু প্রতিকার” এই প্রতিপাদ্য নিয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি নিয়েছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী।

এরই ধারাবাহিকতায় ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বিকাশ দেওয়ানের নির্দেশে নারায়ণগঞ্জ (পূর্ব ও পশ্চিম) ডিপিডিসি কর্তৃপক্ষ মঙ্গলবার (২৯ আগস্ট) সকালে কেল্লার মোড় (কিল্লারপুল) এলাকায় ফগার মেশিন দিয়ে ডেঙ্গু নিধন, লার্ভা নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করেছে এবং জনসচেতনতার জন্য জনগণের মাঝে লিফলেট বিতরণ করেছে।

এ কর্মসূচি উদ্বোধন করেন ডিপিডিসির সাউথের প্রধান প্রকৌশলী প্রকৌশলী মোঃ আব্দুল মান্নান চৌধুরী। আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ এনওসিএস সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মুহাম্মদ কামাল হোসেন ও নারায়ণগঞ্জ পূর্ব ডিভিশনের নির্বাহী প্রকৌশলী নাঈম হাসান মাহমুদসহ অন্যান্য প্রকৌশলীরা।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close