নারায়ণগঞ্জরাজনীতি

৪৩তম প্রতিষ্ঠাবার্ষীকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ ও র‌্যালি

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষীকী উপলক্ষে সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাহাবুবের নেতৃত্বে নগরীতে শোডাউন করে বিক্ষোভ সমাবেশ ও র‌্যালি করেছে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল।

রবিবার (২০ আগস্ট) বিকেলে নগরীর চাষাঢ়া আর্মি মার্কেটের সামনে থেকে র‌্যালি করে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা। র‌্যালিটি নগরীর চাষাড়া চত্বর ঘুরে মিশনপাড়া হয়ে মেট্টো হলে দিয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে খানপুর হাসপাতালের মোড়ে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় টিম প্রধান কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি এম. জি মাসুম রাসেল, বিশেষ অতিথি স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন।

 

এসময় প্রতিষ্ঠাবার্ষিকী র‌্যালিতে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা ফেস্টুন- ব্যানারে সুসজ্জিত হয়ে  কারাবন্দি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সরকারের পদত্যাগের দাবিতে শ্লোগানে দেন।

নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাহাবুব রহমানের নেতৃত্বে এসময়ে আরও উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল মাহমুদ, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, ইমরান হোসেন হিমু, এসকে শাহিন, সদস্য ডা. মাসুদ, মোক্তার, সাদ্দাম, বাচ্চু, এম এ কাদির, মিজান, আড়াইহাজার উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান বাচ্চু, সদস্য সচিব আলমগীর হোসেন সাকিব, রূপগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহাম্মদ, সদস্য শাহরিয়া আয়ন, শফিকুল ইসলাম রাজ, মফিজুল ইসলাম, রোকন মিয়া, মোবারক মিয়া, জসীম উদ্দীন, মিলন, সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফয়সাল ভুইয়া রিপন, বিল্লাল হোসেন, আড়াইহাজার পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ রানাসহ জেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close