নারায়ণগঞ্জরাজনীতি
কোকোর ৫৪তম জম্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের দোয়া
বিএনপি’র প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কনিষ্ঠপুত্র বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ৫৪তম জম্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের উদ্যোগে মাদ্রাসার এতিমখানার শিশুদের নিয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ আগস্ট) বাদ আছর সিদ্ধিরগঞ্জস্থ গোদনাইল এলাকার একটি মাদ্রাসা প্রাঙ্গণে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফেরাত ও অসুস্থ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি এবং তারেক রহমানের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করা হয়।
দোয়া মাহফিলে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তু, সদস্য সচিব মনিরুল ইসলাম সজলসহ মহানগর যুবদলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।