সিলেট বিভাগ

কমলগঞ্জে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক অনুদানের চেক প্রদান

কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার দলই চা বাগানে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে।

১ আগস্ট মঙ্গলবার সকাল ১১টায় দলই চা বাগান কর্তৃপক্ষ আগুনে পুড়ে রামনাথ পাশীর মৃত্যুতে মানবিক কারণে ক্ষতিপূরণ বাবত ৫ লক্ষ টাকার চেক তার পরিবারে সদস্যেদের হাতে তুলে দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত ৩০ জুন ২০২২ ইং অনুমানিক রাত ১টার দিকে কে বা কাহারা রামনাথ পাশীর বাসায় আগুন লাগায়, সেই আগুনে দগ্ধ হয়ে রামনাথ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করে। দলই বাগানের পক্ষ থেকে ক্ষতিপূরণ বাবত এই আর্থিক অনুদানের চেক তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

এসময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর ররহমান, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা( ভারপ্রাপ্ত) রইছ আল রেজুয়ান, দলই চা বাগানের ব্যবস্তাপক মোহাম্মদ আসগর আলি, সহ-ব্যবস্তাপক মোঃ বদরুল হুদা চৌধুরী তারেক, কমলগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close