ফতুল্লারাজনীতি

ফতুল্লা থানা আওয়ামী লীগের জরুরী সভা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা: নারায়ণগঞ্জে জামাত-বিএনপি’র নৈরাজ্যের প্রতিবাদ এবং দলের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে ফতুল্লা থানা আওয়ামী লীগের উদ্যোগে কার্যকরী কমিটির জরুরী সভা  হয়েছে।
শনিবার (২৯ জুলাই) দুপুরে কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. সাইফ উল্লাহ্ বাদল’র বাস ভবন সংলগ্ন এ জরুরী সভা অনুষ্ঠিত হয়।
উক্ত জরুরী সভায় বক্তারা বলেন- আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে নৌকা মার্কার এমপি প্রার্থীর পক্ষে আমাদের জোড়ালোভাবে ভূমিকা পালন করে দলকে সুসংগঠিত করতে হবে। দলের সকল নেতা-কর্মীদের মধ্যে যেকোন রকমের মান-অভিমান না রেখে, ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য কাজ করতে হবে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র শাহাদাৎ বাষিকী উপলক্ষে ফতুল্লা থানা আওয়ামী লীগ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবসটি পালন করা হবে। সবাইকে নিয়ে শাহাদাৎ বাষিকী পালন করতে একমত পোষণ করতে হবে। আমরা চাই ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনে প্রয়োজনে ৫ দিনে আলাদাভাবে ফতুল্লার পাঁচ ইউনিয়নে দিবসটি পালন করা হবে। এমপি শামীম ওসমান থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে কথা বলে ফতুল্লায় কর্মসূচীগুলোতে যাতে অংশগ্রহণ করে, তার জন্য থানা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক কথা বলবে।
বক্তারা আরও বলেন- সামনে কঠিন সময় আসছে, তার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। কেউ যদি দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে, তার বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেয়া হবে। আর দলীয় কমিটি গঠনে সবাইকে মূল্যায়ন করে কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে। তাছাড়া থানা আওয়ামী লীগের কমিটির অনেকেই মৃত্যুবরণ করেছেন। ওইসব শুন্য পদ গুলোতে আলোচনা করে পূরণ করা হবে।
এসময় জরুরী সভায় ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এম. সাইফ উল্লাহ্ বাদল’র সভাপতিত্বে সাধারণ সম্পাদক আলহাজ্ব এম. শওকত আলী’র সার্বিক পরিচালনায় উপস্থিত ছিলেন- ফতুল্লা থানা আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদুজ্জামান, এ. কে. এম. শহিদুল্লাহ, ওয়ালী মাহমুদ খান, লুৎফর রহমান স্বপন, আশরাফুল আলম, মোস্তফা কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক মোমেন শিকদার, ফরিদ আহম্মেদ লিটন, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর হোসেন মাষ্টার, কোষাধ্যক্ষ জাকারিয়া জাকির, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মতিউর রহমান প্রধান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শফিউল্লাহ শফি, প্রচার সম্পাদক জাহেদুল হক খোকন, সহ-প্রচার সম্পাদক রেহান শরীফ বিন্দু, মহিলা বিষয়ক সম্পাদক বিউটি, শিক্ষা বিষয়ক সম্পাদক হুমায়ন কবির রতন, সদস্য আবু মোহাম্মদ শরীফুল হক, আইয়ুব আলী, এম. এ. সাত্তার, মোঃ বাবুল মিয়া, মিছির আলী, আমিরুল্লাহ রতন প্রমূখ।
One attachment • Scanned by Gmail

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close