সিলেট বিভাগ

মণিপুরী মিরর পত্রিকার তৃতীয় বর্ষপূর্তি ও নাকেন্থানা লাকপদা বইয়ের মোড়ক উম্মোচন 

কমলগঞ্জ প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলাদেশে বসবাসরত মণিপুরীদের প্রথম ওয়েব পোর্টাল “মণিপুরী মিরর” এর তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও কবি হামোম প্রমোদ এর ২য় কবিতা গ্রন্থ “নাকেন্থানা লাকপদা” কবিতা বইয়ের মোরক উম্মোচন করা হয়েছে।

শুক্রবার ২৮ জুলাই উপজেলার আদমপুর ইউনিয়নের মণিপুরী কালচারাল কমপ্লেক্স হলরুমে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদ, কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নামব্রম শংকর এর সভাপতিত্বে ও হামোম প্রবিত এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদের প্রেসিডেন্ট কবি এ কে শেরাম। বিশেষ অতিথি ছিলেন মণিপুরী কালচারাল কমপ্লেক্স এর প্রেসিডেন্ট এল জয়ন্তী সিংহ, লেখক ও গবেষক মো. আব্দুস সামাদ, কবি ও লেখক খোইরোম ইন্দ্রজিৎ, ইউনাইটেড মণিপুরী অর্গানাইজেশন এর প্রেসিডেন্ট অহৈবম রনজিৎ প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে কলা গাছের তন্তু থেকে তৈরী “কলাবতী” শাড়ী উদ্ভাবনে অসামান্য অবদানের জন্য মণিপুরী ওয়েব পোর্টাল “মণিপুরী মিরর” এর পক্ষ থেকে রাধাবতী দেবীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কবি শেরাম নিরঞ্জন, কবি সনাতন হামোম, প্রধান শিক্ষক মো. খুরশেদ আলী, সমাজ সেবক ইবুংহাল সিংহ শ্যামল, লেখক সাজ্জাদুল হক স্বপন, কবি কায়েনপাইবম বৃন্দা, সমাজকর্মী অবাংতাবম সমরেন্দ্র, কন্থৌজম শিল্পী, সংবাদকর্মী মো. রফিকুল ইসলাম জসিম, লেখিকা রওশন আরা বাঁশি, হিজম সুশিল, তখেল্লাম্বম শিমুল প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কবি হামোম প্রমোদ মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের (হামোমখুল) ছনগাঁও গ্রামে ১৯৭১ সালের ৮ আগস্ট এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা হামোম গোপাল এবং মাতা লৈক্ষ্যবতী দেবী। পরিবারে দুই ভাই এক বোনের মধ্যে তিনি সবার জেষ্ঠ্য। বর্তমানে কানাডার মোন্ত্রিয়ালে স্বপরিবারে বসবাস করছেন। তার সম্পাদনায় প্রকাশিত অন্যান্য গ্রন্থ সমূহের মধ্যে রয়েছে য়াখলগী নাচোম, মণিপুরী সাহিত্য ও সংস্কৃতি, বাংলাদেশকী অখন্নবা মণিপুরী শৈরেং ও বাংলাদেশকী অখন্নবা মণিপুরী য়ারেংশিং। তিনি একাধারে মণিপুরী মিরর ওয়েব পোর্টালের প্রতিষ্ঠাতা ও নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close